একের ভেতর তিন

সুরাইয়া পারভীন ২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ১০:১৩:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

এক

আমি তোমাকে বলতে চাই,
শুধু তোমাকেই বলতে চাই।
আমার একলা একা দিন,
কীভাবে কেটে যায় অন্তহীন?
বিষণ্ণ বিরহী সন্ধ্যা তুমিহীন
কীভাবে চলে যায় প্রতিদিন?

আমি তোমাকে বলতে চাই,
শুধু তোমাকেই বলতে চাই!
তোমায় ভেবে ভেবে সারাদিন,
প্রতিটা মুহূর্ত কতোটা হই উদাসীন?
তোমায় ভালোবেসে এই জীবনের ঋণ,
এমনি করেই বুঝি শুধিতে হবে চিরদিন!

দুই

আমার স্নানের ঘর জানে,
লুকিয়ে লুকিয়ে কতোটা যন্ত্রণা-
পুষে রেখেছি সেখানে?
শুধু তোমার জন্যে; তোমারই জন্যে

আমার স্নানের জল জানে,
অঝোরে ঝরা কতোটা অশ্রু-
ধুয়ে মুছে গেছে স্নানের জলে?
শুধু তোমার জন্যে; তোমারই জন্যে

আমার স্নানের সাবান জানে,
না পাওয়ার হাহাকারে কতোটা-
আলিঙ্গনে জড়িয়েছি তারে?
শুধু তোমার জন্যে; তোমারই জন্যে

তিন

কী আর বলবো তোমায় -
কয়েকটি সাজানো গোছানো কল্প-কথায়?
যখন একাকীত্ব আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে,
নিঃসঙ্গতা খুবলে খুবলে খায় প্রতিনিয়ত আমায়।
যখন নির্জন নিস্তব্ধতা বিরাজ করে চতুর্দিক,
ঘুটঘুটে অন্ধকারের ভয়ে ছুটি দিগ্বিদিক;
তখন নিঃসঙ্গ আমি’র একজন সঙ্গী চাই!
যে আঁধারের বুক চিরে এনে দেবে একমুঠো আলো।

এ কি ভয়াবহ বিমর্ষ শূন্যতা তাড়া করছে আমায়!
যেন আজন্ম ক্ষুধার্ত হায়নার মত তীক্ষ্ণ দৃষ্টি রেখে, বিকট হুংকারে ক্ষীপ্ত  গতিতে এগিয়ে আসছে আমার কাছে,
এই বুঝি খপ করে ধরে গপ করে গিলবে এক্ষুনি!

ভয়ঙ্কর বিভৎস তোলপাড় করা এই শূন্যতা,
বুকের বাম অলিন্দে সুঁচের মতো বিঁধে এঁফোড়- ওঁফোড় করে রক্তাক্ত ক্ষত বিক্ষত করছে হৃৎপিণ্ডটা!
আহ্! দগদগে এই শূন্যতার যন্ত্রণা কিছুতেই সহ্য করা যায় না না, কিছুতেই না

ছবি-নেট

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ