মন ভাঙ্গনের সুর!

রোকসানা খন্দকার রুকু ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৭:৪৭:১০অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

একলা থাকা কোমর বাঁকা বৃদ্ধার
কর্মহীন বকরবকর, অন্যদিন মনোযোগের।

অকালে বিয়ে করা ছেলেটির বউ পেটানো;
অতঃপর বউটির আবোল-তাবোল স্বরের নাকি কান্না,
আর কচি বাচ্চাটার মায়ের দুধ খাবার
রিনরিনে আবদার, অন্যদিন বড় কষ্টের।

মাঠের কৃষকদের ফসল লাগানো হিমেল মাঘের আমেজ,
বেসুরো গলার ভাওয়াইয়া গান,
সরাত করে টান মারা নাকের পানি,
অন্যদিন আমেজে পূর্ণ, আকর্ষণের।

অতি ঠান্ডায় পাখিদের ওম চাওয়ার কিচির মিচির;
বাচ্চা কুকুরগুলোর কেউ কেউ কান্না,
অন্যদিন বড় বেদনার।

আজ কানের বেড়েছে বধিরতা,
চোখের মনিতে পরেছে ছানি,
এ মনে নেই কারও জন্য বাড়াবাড়ি, মনোযোগ, কষ্ট, আমেজ।
সবই বড্ড বিরক্তিকর যেন ধরাছোঁয়ার বাইরে;

কারণ---
আজ কারও মন ভাঙ্গনের সুর বেজেই চলেছে বড্ড বেসুরো গলায়;
থামাথামি বলে সেখানে কোন কথা নেই।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ