ভেঁজা স্বপ্ন...
ভেঁজা স্বপ্ন...

জ্যামিতিক ঢেউয়ের মতো সামুদ্রিক শয্যায় ঘুম, ঘুমোচ্ছে ক্লান্ত পারিযায়ী পাখীর মতো।
নীল আকাশে তার ডানা এলোপাথাড়ি ভাবে পৃথিবীর মানচিত্র পাড়ি দিয়ে
শীতের রাত্রির গায়ে ভেঁজা ভেঁজা স্বপ্নে বিভোর।
আবার কোনো একদিন বসন্ত চলে এলেই সে কি চলে যাবে!?
চিবুকে হাত রেখে, চশমার আড়ালে ডুবে যাওয়া কোনো এক কালের দীঘল-কালো চোখের প্রশ্ন,
"চলে যাবে বুঝি!"
হেমন্তের শিশির ভেঁজা ঘাসের নীল ফুল দেখার পর কিভাবে চলে যায় তারা সকলে?
অনেক ঘুমের পর, উঁচু-নীচু পথ পাড়ি দিয়ে ফেনায়িত মহাসাগরের জলে
ছায়ায় ছায়ায় ঢেকে যাবে ওই নীল আকাশ।
"তখন কি পৃথিবীর রঙ আরোও গাঢ় হবে? মেঘের মতো, ঘন সবুজ অরণ্যের মতো?"--
বোকা বোকা আহ্লাদী ঠোঁটের উচ্চারণে দীর্ঘ প্রশ্ন সজ্জিত হয় রাতের উঠোনে।
আলোর আবেগ টানে শীতের রাতের হৃদয়,
জানে সকলেই কম কিংবা বেশী।
কাঁপে ধক ধক ধক ধক......
হৃদয়ের গান কেউ কি শোনে? কিংবা শুনেছে ওই আকাশ আর বৃষ্টি ছাড়া?
কবে যে কে, কখন ভালোবেসেছিলো কাকে! হৃদয়, নাকি জানে মস্তিষ্কের নিউরণ? ভাবতে গেলেই সন্ধ্যা নেমে আসে।
কিশোরী সন্ধ্যা প্রকৃতির গায়ে লেপ্টে থাকে, আর ঠিক তখুনিই
সূর্য তার শেষ চিহ্নস্বরূপ তুলির কি নিখাঁদ টানে বিশাল চিত্রকর্ম আঁকে ওই আকাশের বুকে।

হ্যামিল্টন, কানাডা
১৯ অক্টোবর, ২০১৫ ইং।

**পুজো চলে এলো। সবাইকে পুজোর হিম হিম শুভেচ্ছা, আর নীল নীল ভালোবাসা।
ওহ হ্যা লেখাটি আসলে শীতের আগমন নিয়েই লেখা। এখানকার পাখীদের সংখ্যা কমে গেছে। হয়তো জীবন বাঁচাতে চলে গেছে আমাদেরই দেশে। কিন্তু ওরা বাঁচবে তো? দীর্ঘপথ পাড়ি দেয়া চাট্টিখানি কথা নয় কিন্তু। ওদেরকে বাঁচিয়ে রাখুন সবাই মিলে। খাদ্য হতে যায়নি, বাঁচার জন্যে গেছে। সৌন্দর্য ছড়াতে গেছে ওরা। আবারও পুজোর শুভেচ্ছা। ভালো থাকুন সকলে।

পুজোর আকাশ...
পুজোর আকাশ...

0 Shares

৬৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ