ভালোবাসা মানে (পর্ব-০৭)

শামীনুল হক হীরা ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৩:৩১:৩৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ভালোবাসা মানে শুকনো নদীর জলের ঢেউ,
ভালোবাসা মানে মনের কথা জানেনা কেউ।
ভালোবাসা মানে মহাসমুদ্রে সাঁতার কাটা,
ভালোবাসা মানে অভিমানের জোয়ার ভাটা।
ভালোবাসা মানে চাঁদের মাঝে প্রিয়ার মুখ,
ভালোবাসা মানে শত দুঃখেও হাজার সুখ।
ভালোবাসা মানে কোকিল কন্ঠ প্রিয়ার গানে,
ভালোবাসা মানে মন ছুটে যায় প্রিয়ার টানে।
ভালোবাসা মানে হাসির মাঝে মুক্তো ঝরা,
ভালোবাসা মানে নীরব মনকে পাগল করা।
ভালোবাসা মানে অমাবস্যা চাঁদ প্রিয়ার টিপ,
ভালোবাসা মানে চণ্ডীদাসের বড়শির ছিপ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ