কীভাবে এবং কেন এই তার গুলো জড়াজড়ি করে থাকে তার রহস্য আজ পর্যন্ত উদঘাটন করতে পারিনি। এত সাবধানে রাখি , তারপরেও এদের ভালোবাসাবাসি বন্ধ করা যায়নি। অনেক সময় এই বন্ধনকে বিচ্ছিন্নই করা যায় না ।
প্রতিদিন নিষ্ঠুর আচরন করি এদের সাথে । রাগে দু এক সময় ছুড়েও ফেলি।
আহত হয় দু একজন। মায়া লাগে তখন ,দু-একজনকে চিকিৎসা করি , ব্যান্ডেজ বেঁধে দেই।
আহা - একটু না হয় জড়িয়ে থাকে এরা , তাই বলে এত নিষ্ঠুরতা ঠিক না ।
বামের তারগুলো ল্যাপি আপুর আর ডানের গুলো ডেস্কটপ ভাইয়ার।

প্রাণহীন তার গুলো জড়িয়ে থাকে ভালোবাসায়
আর প্রাণপূর্ণ আমাদের মাথায় শিং বাড়তেই থাকে
বাড়তেই থাকে ।

 

 

** রাফ খাতায় লেখা ---

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ