ভালবাসা আসলে একধরনের পরাধীনতা, শৃংখলতা। মমতা,বিশ্বাস, আস্থা, সন্মান বোধ, শ্রদ্ধা, মায়া, নির্ভরতা এসব হচ্ছে ভালবাসা নামক শিকলের এক একটি লুপ। এসব লুপ জোরা দিয়ে দিয়ে একটি শিকল তৈরী হয় যার নাম ভালবাসা।

ভালবাসায় আবদ্ধ মানুষকে এই শিকল বন্ধী রাখতে বাধ্য করে, তাদেরকে জেলখানার মধ্যে আটকে রাখে। যে কোন কারনেই হোক এর একটি লুপও যদি ছিরে যায় তবে ভালবাসা কমতে থাকে। শিকল ছেরা গান ভাল লাগে তখন।

কখনো কখনো এই শৃংখলতা মানুষকে গলা টিপে ধরে। অসহ্য হয়ে পরে ভালবাসা নামক পরাধীনতা। এটি তখনই হয় যখন মমতা,বিশ্বাস, আস্থা, সন্মান বোধ, শ্রদ্ধা, মায়া, নির্ভরতার লুপ গুলো আলগা হয়ে একদম ছিরে যায় ।

মানুষ যখন এসমস্ত বিষয় আনন্দ চিত্তে পরাধীনতা না ভেবে গ্রহন করে তখন সে ভালবাসা সফল হয়। বৈচিত্র পিয়াসী মানুষ অনেক সময় শিকল ভাংগার গান গায়, এই গানের পিছনেও নিশ্চয়ই কোনো শক্ত যুক্তি থাকে, অথবা নতুন কোনো শিকলে নিজকে বাধতে চায়।

জীব জগতের সকল প্রানীর জন্যই এই মতামত প্রযোজ্য।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ