বিরস তিন-প্রহর

সুপর্ণা ফাল্গুনী ২১ নভেম্বর ২০২০, শনিবার, ১২:০০:০২পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

কৌমুদী-দ্বিপ্রহর, একাকী বিরহী পাখির ছটফটানি;
আঁধারের চাদরে স্মৃতি-রোমন্থন;
বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ।
বুকের মধ্যে ধকপকানি, বিরস তিন-প্রহরের অশনি-সংকেত;
চন্দ্র-আবক্ষে দীর্ঘশ্বাসের কালচে জলছাপ।
মেঘেরা ছুটছে অজানা-গন্তব্যে,
মিল্কিওয়ে গ্যালাক্সি ঝুলবারান্দায়-প্রেতাত্নাদের জলসার আসর বসেছে ;
ছুটছে মানবিকা, ছুটছে অন্তরিন্দ্রিয় দূর-পরবাসে।
সম্পর্কগুলো অঙ্গাঙ্গিভাবে জড়ানো হাসি-কান্নায়;
মনিহার ছিঁড়ে যায়, দীঘির-জলের শ্যাওলা পূর্ণ করে দূরত্ব;
অপেক্ষা, চাওয়া-পাওয়া, স্বপ্নের সন্তরণ ভাবনার অতল বায়বীয়-সাগরে।
অপেক্ষার দাঁড় বেয়ে ক্লান্ত-সময়ের স্রোত ধুঁকছে-ভুবন ডাঙার ঘাটে।

 

ছবি-গুগল

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ