বিক্ষিপ্ত কথাগুলো……//

বন্যা লিপি ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০১:৪২:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

একদিন সন্ধ্যায়....

তা একদিন সন্ধ্যায় বার বার তাকাচ্ছিলে কেন?

: শুকতারা উঁকি দিতে কত দেরি!  তাই ভেবে পড়ছিলো চোখ বাঁকা পথের কিনারে

ও পথের ধারে ফুটেছিল যে, আকাশের বাঁয়ে ছুটেছিল যে

চিন কি তাহারে?

: পথের বাঁকে ঝোপের পাশে থেকেছিলো বুনোফুল, তাহারে চিনিতে হয়নি তো মোটে ভুল!

আকাশের সিঁড়ি নেমে আসেনি বলে,  থেকেছি চেয়ে নিমিষের আঁখি মেলে।যদি আসে ভুলে, পথের ঠিকানা ভুলে, উঠে যাব দ্বিধা না রেখে.....

কী ভাবছো?/

জানলায় চোখ রেখেছো?

কি দেখছো?

মনখারাপের প্রজাপতি উড়ছে বুঝি ডানায় নিয়ে রঙ!

তুমি নাহয় চেয়েই নিতে এক চুটকি নীলের আচড়!

ভাবছো বসে কী?

চোখের কাজল ধুয়েই গেলো লবনজলের স্রোতে?

কষ্ট গুলো খামচে আছে বাঁ পাশের ওই ছায়ে?

আঙুল গুলো অসাঢ়  হলে চুলের প্রলেপ রেখো সাদা কাগজের বুকে!

খুব বুঝি আজ কষ্টে থাকো ?

কেমন করে ঘিরছে আজ ঠান্ডা রাতের দৈর্ঘ!

ওঠো ; এবার তবে গুটিয়ে নিও, উষ্ণতারই আগুন.।।।

শুকনো দিনের ক্যালেন্ডারে তারিখগুলো দাগ কেটে রেখো,

নুড়ি না'হয় ভরবে এবার শুন্য ঝোলার ভেতর......

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ