এড়িয়ে যাবেন না.....
দোকানে যখন কাপড় কিনতে যান, তখন কোনটা কেনেন?
দেশী নাকি পাকিস্তানী?

যুদ্ধাপরাধী নিয়ে অনেক কিছুই লেখা হলো, ফেসবুকেও ঝড় উঠলো... এখন সেটা সমাধানের দিকেই এগুচ্ছে বলেই আশাকরি।

কিন্তু আপনারা কি জানেন পাকিস্তান ও পাকিস্তানের দালালরা এখনো আমাদেরকে ধ্বংসই করে যাচ্ছে ?
বাজার পাকিস্তানী লোন কাপড়ে ছয়লাপ... তাঁতীদের মাথায় হাত।
দেশীয় পোশাক বুটিকের কারখানা গুলো মুখ থুবড়ে পড়েছে। আড়ং সহ কিছু বড় বড় প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলোর অবস্থা মোটেও ভালো না।
আমরা কি আর একবার গর্জে উঠতে পারি না ?
******************************
মুক্তিযুদ্ধের কাহিনী ভুলে গেছেন সবাই ? তখন ইন্ডিয়া / চায়না এসে আমাদের মা বোনের ইজ্জত হরন করেনি, ৩০ লক্ষ শহীদের রক্তের ইতিহাসের জন্য দায়ী পাকিস্তান। ইন্ডিয়া/চায়না না। তাই আমি ব্যক্তিগত ভাবে ঘোর পাকিস্তান বিরোধী।
অন্যদেশের সাথে বানিজ্যিক সম্পর্কের বিরুদ্ধে নই আমি। কারন আমাদের দেশীয় পন্যও বাইরের দেশে রপ্তানি হয়। বোঝাতে পেরেছি?

******************************
আসুন পাকিস্তানী কাপড় সহ সকল পন্যকে না বলি ।

বাঁচলে তাঁতী বাঁচবে বাঙ্গালি ।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ