বলা যায় যেকোনও সময়

রেহানা বীথি ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৮:৫৯:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

কোনও এক রাতে
যদি বিস্তৃত খোলামাঠে
গলে যেতে দেখো রূপোলী জ্যোৎস্নাকে
জেনো, বলা যায় এ রাতের বেলায়, ভালোবাসি।
না থাক কোনও প্রস্তুতি, হাতে লাল গোলাপ
দিনের যেকোনও সময় হুট করে মনে এলেই বলা যায়, ভালোবাসি।
থেকো না বসন্তদিনের অপেক্ষায়
কৃষ্ণচূড়ার কুঁড়ি ফুটতে দিও না
তোমার শূন্যতার গায়ে কোমল পরশ বুলিয়ে বলে দাও, ভালোবাসি.......

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ