প্রতীক্ষা

পপি তালুকদার ১১ জানুয়ারি ২০২১, সোমবার, ০৫:২৭:২৯অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

সকল পল্লব আজি পড়ছে ফাল্গুনের হিল্লোলে,
হাহাকার হৃদয়ে দাড়িয়ে অসীম শূন্যতার মাঝে, কোনো এক পূনর্তার লোভে প্রতীক্ষ্যমান অপলক চোখে!
বেদনাবিধুর হৃদয়ে তারি লাগি আজো,
সহস্রবছর সাধনার ধ্যানে।
কবে সে বলে ছিল সে কবেকার কথা!
মনে তা গাঁথিয়া রাখিছি যক্ষের ধনে।
নিয়তির পরিহাসে তারি দ্বারে ফিরে ফিরে আসি।

আমিতো আবার সাজবো নতুন পল্লবে,
তাহাকে কোথা পাইবো কোন সে দ্বারে?
আমা হতে আজি দূর সে অনেক দূরে,
ক্লান্ত হয়েও পাই নাকো পথের ও দেখা!
জানি অজানা ভুলে মনে পরবে তাহার,
অভিমান অভিযোগে।।
আমার নিঃসঙ্গতা থাক আমাকে ঘিরে।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ