নৈঃশব্দ বাড়ী নেই

নীলাঞ্জনা নীলা ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ০৭:২৭:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৮ মন্তব্য

নীল নৈঃশব্দে পূর্ণতা...
নীল নৈঃশব্দে পূর্ণতা... 

{}হ্যালো, হ্যালো নৈঃশব্দ কি বাড়ী আছেন?
রঙচঙে মোড়কে সাজিয়ে বেশ একটি উপহার পাঠিয়েছেন আপনি,
গ্রহণ করার মতো ক্ষমতা আমার নেই।
হ্যালোওওওওওওওও, নৈঃশব্দ কি আছেন? ফোনের ওপাশে কে? দেখুন খুব দরকার উনাকে।
হয় কথা বলুন, নয়তো রেখে দিন।
নীরবতা পাবার জন্যে ফোন বিল দেয়া সম্ভব না আমার পক্ষে।
অদ্ভূত তো!
---"কে বলছেন? নৈঃশব্দ এখন বাড়ীতে নেই।"
{}তা আপনি কে? এতোক্ষণ থেকে চুপ মেরে ফোন ধরে বসেছিলেন?
---"আমি হলাম কংক্রিটের শহরের জমকালো এক অট্টালিকার ঐশ্বর্যের আর্তনাদ।"
{}বেশ বলেছেন তো! তা আপনি কি জানেন এই উপহার কেন পাঠিয়েছে নৈঃশব্দ?
---"বিলবোর্ড এবং অজস্র আলোয় ডুবে থাকা নগরের নাগরিক কোলাহলে নীরবতার সাথে আহ্লাদীপনা পাওয়া যায়না। নিজের সত্ত্বার সাথে প্ল্যানচেট করে নিঃশ্বাস এবং বেঁচে থাকা, তাই নয় কি?"
{}ভুল! খসে পড়া তারা দেখা যায়। হাত বাড়ালেই আকাশ ছোঁয়া যায়। সন্ধ্যে বেলায় মন চাইলেই যে-কোথাও ইচ্ছেও যাওয়া যায়। এমনকি নৈঃশব্দের সাথে নীরব কথোপকথনও করা যায়। প্রাণ খুলে রবীন্দ্রনাথের গান থেকে জীবনানন্দের কবিতা যখন ইচ্ছে তখন দরাজ কন্ঠে পথেই বলা যায়। আর কি চাই?
মানুষের স্বভাব হলো খুঁচিয়ে খুঁচিয়ে দুঃখ তৈরী করা, হাসির ভেতরেও দীর্ঘশ্বাস সাজিয়ে রাখা।
---"এই যে শুনুন এবার আমি ফোন রাখবো। নৈঃশব্দ বাড়ী নেই, তাও কথা বলেছি অনেকক্ষণ...।"
{}আপনি কি ফোন রাখবেন? দিয়েছি তো আমি। শুনুন, আপনার নৈঃশব্দকে বলে দেবেন আমার উঠোন জুড়ে সবুজ, আকাশ ভরা নীল আর দু' চোখের ভেতর সমুদ্র আছে। ওসব খামখেয়ালী হা-পিত্যেশ নিয়ে আমার নিঃশ্বাস চলে না।

হ্যামিল্টন, কানাডা
১০ ডিসেম্বর, ২০১৫ ইং।

**চেষ্টা করছি হাল্কা নীলাভ আলোয় সাজাতে আমার চারপাশ। একা একা কি আর সাজানো যায়?

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ