প্রিয় আকাশ,
তোমাকে কি এখন আর প্রিয় বলা যায়?হয়তো বলা যায় না............
হয়তো কি বলছি,হুম!
বলা উচিৎ নয়,অন্তত নিয়ম তো তাই বলে।

কিন্তু, তুমি তো জানো আমি বড্ড অনিয়মে বাস করি,উড়নচণ্ডী!

তোমার অবশ্য অবাক হওয়ার কথা নয়........
এই তুমি তো, কতোবার আমায় নিয়মের শিখলে বাধতে চেয়েছো।

আমি যে বাধা পরতে চাইনি তা কিন্তু একেবারে নয়!
শুনে অবাক হচ্ছো?
হা-হা-হা
ভালবাসালে তো সব বদলে যায়, সেকি জানোনা আমার বুদ্ধি ধরি , মধ্যবিত্ত, বট বৃক্ষ প্রেমিক।

আকাশ বলাতে রাগ করেছো?
কি করবো বলো?

তুমি যে এখনো আমার একলা আকাশ.................

আমি আমার প্রেমিককে নামে/জাতে/কূলে ডাকি না।
কারন আমি আমার প্রেমিক কে স্বামী রুপে পেতে চেয়েছি।
বাঙ্গালী সেকেলে পনা আমার মধ্য আর কম কিসে?
তাইতো পতি দেবের নাম মুখে আনি না।

যাই হোক তোমায় আমি আকাশ নামেই ডাকবো।
সে তুমি যাই ভাবো....................

তুমি তো বিস্তৃত ঐ আকাশের মতো নয়তো কি
এই আমাকেও ধরন করো তোমার মাঝে।
যাই হোক,
যা বলতে এলাম........

একটা কথা রাখবে,
তোমার ঘরে  এখন যে আছে, যে তোমার বুকে কারনে/অকারনে মুখ লুকায়
যার মাঝে তুমি এখন ডুবে থাকো।

তাকে কখনো আমার কথা বলো না,কেমন!
তুমি কি ভাবছো?তার কষ্ট হবে আমি তা ভাবছি.........
আরে না।
এতো বড় মন আমার এখনো হয়নি।

আচ্ছা সে যদি আমার এই বোকা, বোকা প্রেমের কথা শুনে হেসে উঠে।
বিশ্বাস করো তাতে আমার কষ্ট হবে।
আমার কাছে তো এসবের নাম অনুভূতি.........

জানো,আজ কি হয়েছে
পাশের বাড়ীর বউটা,
যার হাতে এখনো কাঁচা মেহেদীর গন্ধ,
সে তার মানুষটার ফেলে আসা প্রাক্তনদের কথা বলছিলো।

তারা কতো কি ভাবে আকুতি-মিনতি করে ছিলো,কতোখানি-চোখের জলের দামে নিজের ভীতরকার লালিতো স্বপ্ন কে বাঁচিয়ে রাখাতে চেয়েছিলো।

সে বড় স্ব-গর্বে বলে যাচ্ছিলো তার সেই মানুষটা কতোটা তাচ্ছিলো ভরে তার সে প্রাক্তনদের ফিরিয়ে দিয়ে ছিলো।

সে হয়তো জানে না,
মুছে যাওয়া প্রাক্তনরা কতো বর্গ মাইল জোরে তাদের অধীকার ফলিয়েছে।
কতোটা দাপিয়ে বেরিয়েছে বুকের জমিনে.............

কতোটা সময় নিয়ে,
কতোটা যত্নে বিনি সুতার মালা গেথেছে।
কতো গুলো নির্ঘুম রাতে যত্নে তাদের দু-চোখে মায়া কাজল পরেছে।

সে হয়তো কোনদিন তা বুঝতেই পারবে না।
তুমি জানো আমি সেই বউটার মধ্য
অহংকার দেখেছি।

বিশ্বাস করো আমার বড় কষ্ট হয়েছে,
নিজেকে বড্ড অসহায় মনে হয়েছে।
জানো,আমার মনে হচ্ছিলো এরা তো অন্য কেউ নয়,
যেনো আমারি ছায়া রুপ...................

এই আমিই তো কতোবার তোমার কাছে আকুতি/মিনতি করেছি।
পূর্বর সেই প্রাক্তনদের মতো।
এটা বোধয় নিয়ম,তাই না?
বড় লজ্জা হয়................................

জানাতো,আমার প্রিয় রঙটাই এখন বিশাল দৈর্ঘ্য-প্রস্থের একটা আকাশ।
যে আকাশে তুমি পরিধি বিহীন শূন্যতা............

তুমি কিন্তু আমার কথা বলবে না,বুঝলে!
আচ্ছা,বউদের বুঝি বড় অহংকার হয় ?
কেমন যেন সুখী,সুখী একটা ভাব চোখে/নাকে/মুখে/এমনকি সারা শরীরে..........

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ