আমার মেয়েবেলা

সাখিয়ারা আক্তার তন্নী ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:১৩:৩৩অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য

ছোট বেলায় ক্রাশ দেখলে সেই পরিমান শরম পাইতাম।
(অবশ্য তখনো ক্রাশ নামক দূর্লভ শব্দটির সাথে আমার পরিণয় দূরে থাক পরিচয় ঘটেনি)।
যেন লজ্জায় লবঙ্গ লতিকা.......
ছুঁইয়ে দিলেই যেন মনে হতো পরি- কি -মরি।
আমারে কেউ ধর........
মোটামুটি ভালো একটা ওজন থাকার পরও মনে হইতো কি হালকা।
উড়ি- উড়ি ভাব............
তুলার আর কি ওজন,আমি তো তার থেকেও কম.................

প্রেম,প্রেম একটা ভাব,
নিজে, নিজে প্রেমে-টেমে পরে একবারে ডিগবাজি খাইয়া ফালতাম।
মনের ভীতর কেমন জানি কচুর,কচুর করতো।
ভাবটা এমন যেন শরমে শরমিন্দা।

শরমের ঠেলায় নাকে-মুখে তিব্বত ঘামাছি পাউডার গুন্জা মারতাম।
সেই পাউডারের উপর আবার এক পরস্থ আপার একশত আশি টাকা দামের ফেস-পাউডার মরতাম(তবে ঐ টা সময় সুবিধা মতো)।
আর মুখের এক্স-প্রেশন সে তো মারাত্নক বুঝনেদার লেভেলের।
অবশ্য বুঝতাম কচুর ঘন্টডা........
যাইহোক যে দিন গেছে আমার ফিরে কি আর পাইবো তারে...........

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ