তীব্র তৃষিত প্রাণ

সঞ্জয় মালাকার ২৬ এপ্রিল ২০২০, রবিবার, ০৮:৫৩:০৮অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

তুমি উজ্জ্বল আনন্দ  -মমতার মহাসাগর //

      তীব্র তৃষিত প্রাণ,,

আমার চোখের মণি তুমি 

    আঁধার ঘরে আলো, 

তোমার মুখের মায়া হাসি 

      ভুলায় ক্লান্ত! 

তুমি আমার, অতীত, বর্তমান

      তীব্র তৃষিত প্রাণ, 

তুমি আমার হৃদয় গহিনে 

    হাসিতে মোহিত গান। 

     তুমি রুদ্র, তুমি শক্তি-

তুমি'ই তো জীবন্ত শরীরে সঞ্চারিত প্রাণ, 

       তুমি দুঃখ তুমি বেদনা 

 তুমি'ই তো আমার নিশ্বাস! 

কান্না চোখে জল তুমি 

     মমতার মহাসাগর, 

উঠতে রবী আলোর রশ্মি 

     দুই নয়নের মণি!

তোমার হাসিতে দুঃখ থাকি ভুলে //

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ