তীব্রতা

নীলাঞ্জনা নীলা ৩০ নভেম্বর ২০১৪, রবিবার, ০৯:৫৬:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য

কাঁচের গাড়ীতে চড়ে বাড়ী ফিরবো না
বোঝাই করা ফুলে ঢাকতে দেবোনা শরীর
আকাশ দেখবে না বন্ধ চোখ আমার
কিছুতেই আমার নিথর শরীরকে
তোমার কাছে নিতে দেবোনা ।
এ মনে তুমি নদী পেয়েছিলে ।

মনে পড়ে একদিন বলেছিলে ,
"ফুল , তোমার মন তো নদী ;
বয়েই চলে...
এঁকেবেঁকে কুল ভাঙ্গে আর ভাসিয়ে নিয়ে যায় ।"

যে নদীতে তুমি ডুবেছো বহুবার
কখনো চরা পড়তে দেখোনি
আকন্ঠ তৃষ্ণা মিটিয়েছো যে নদীর জলে
কি করে তোমাকে নিথর এই আমাকে দেখতে দেই বলো ?

যে চোখের লজ্জ্বা তোমার শান্ত স্থিরতাকে অশান্ত করতো
জ্বলে উঠতো আগুণ
পোড়াতে এবং পুড়তে
আস্ত একটি মেঘ কি করে ঢেকে দিতো চন্দ্রিমা
সে তো এই আণত চোখ অনুভব করেছে ।

কিছুতেই তাই কাঁচের গাড়ীতে বাড়ী ফিরবো না ।
নিথর শরীর নয় ,
তোমাকে আষাঢ়ের বাঁধ-ভাঙ্গা নদী-ই দেবো ।

হ্যামিল্টন , কানাডা
১২ নভেম্বর , ২০১৪ ইং

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ