তবুও চাই!

রোকসানা খন্দকার রুকু ১ নভেম্বর ২০২০, রবিবার, ১২:১৭:৫১অপরাহ্ন ছোটগল্প ২০ মন্তব্য

"পরের কারনে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও,তার মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও। পরের কারনে মরনেও সুখ, সুখ সুখ করি কেঁদনা আর; যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার"

বড্ড অগোছালো/ এলোমেলো তুমি!

- হ্যাঁ ঠিক তাই।

জীবন সম্পর্কে উদাসীন কোনকিছুরই ঠিক নেই! সবসময় কি এত ভাব?

- আমি এমনই কি করব বল?

ভবিষ্যত, বাস্তবতা এসব বুঝবেনা, ভাববে না?

- ভাবতে তো চাই কিন্তু মাথায় আসেনা।

পৃথিবীকে চোখ মেলে দেখো বসেছে কত রঙ্গের মেলা। স্বার্থপর হও, লুটেপুটে সব নিজের করে নাও । রং মাখামাখি করে রঙ্গিন হও।

- এসবের মানে কি? সুখের জন্য হাতরানো বলছ তো! আচ্ছা, তুমি কি সুখী?

হ্যাঁ আমি তো সুখী। কারন আমার সব আছে সব।

- আচ্ছা সুখী মানুষ সব আছে তোমার? তো বল তোমার কি কি আছে? আছে এমন অনুভূতি; কোন ক্ষুধার্ত  হাড় জিরজিরে মানুষ দেখলে, আমি কেন এতবার এত ভালো ভালো খাবার খাই? আজ থেকে আর খাবনা।

উমহুম নেই; হয়না এমন।

- অন্যায় ব্যাভিচারে দাঁড়াও রুখে? প্রতিবাদ কর?

দুর কাজ নেই, নিজে বাঁচলে বাপের নাম।

- কোন নির্দোষকে পুড়িয়ে মেরেছে, কাউকে পানিতে ফেলে দিয়েছে, কেউ খুন হয়েছে, কেউ ধর্ষিতা। তাতে কি তোমার চলে যায় চায়ের নেশা, রাতের ঘুম হয় নষ্ট, চোখে পানি আসে?

না না , যত্তোসব। কুকুর মরলে বা বাঁচলে তাতে আমার কি?

- পাশের বাড়ির অসুস্থ মানুটাকে নিয়েছ হাসপাতালে?

সময় কোথায়। আর ওটা কি আমার কাজ?

- দিয়েছ কোন অসহায়, এতিম, অনাথের মাথায় হাত।

না দেইনি।

- আর মেধাবী ছেলেটি/মেয়েটি বিনা পয়সায় পড়তে পারছেনা জুগিয়েছ তার পড়ার খরচ। তোমার তো বিরাট রাজত্ব।

হুম; কাজ নেই!

- হাসিমুখ দেখেছ কখনও কোন অসহায়ের পাশে দাঁড়িয়ে, নতুন কাপড়ে, ভালো খাবারে, আশ্রয়ে- প্রশ্রয়ে।

না, তাও করিনি।

- কিছুই করনি যখন, তখন দাবি কিসের তোমার সব থাকার। আমার তোমার মত অতসব নেই। আমি অসহায়, পঙ্গু। তবুও আমি সব করতে চাই। মন কাঁদে, হাহাকার করে, কষ্ট হয়। ঘুমুতে পারিনা, চায়ের নেশা চলে যায়, চোখের পাতা ভিজে লেপ্টে যায়।

আমার যা আছে তাই সবার সাথে করি ভাগাভাগি। আর বললে না কি ভাবি? ভাবতে থাকি এই তাবত ক্ষমতার মালিক যদি আমি হতাম। হয়ত হতাম তোমার মতই মনুষ্যত্ব হারিয়ে জড় পদার্থ। তারচেয়ে বরং আমি এমনই ভালো অগোছালো, উদাসীন, অসুখী!

ছবি- সংগ্রহ।

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ