বিশাল ডানা মেলে ভেসে বেড়াচ্ছে বৃষ্টি
বিভোর আনন্দে, ঢেকে ফেলেছে ও প্রান্ত অব্দি,
ঝম ঝম করে হেসে হেসে গড়িয়ে দিচ্ছে জলধারা
আনন্দ সরোবরে।

আপাপবিদ্ধতায় অনলংকৃত নিঃসঙ্গ আজ
অচতুর সময়ের জরায়ু, অযথাই গেল রোপণের ভ্রমর গুঞ্জন,
স্বপ্ন-বীজ আজ ও বেঁচে আছে স্মৃতি-বিস্মৃতির ক্রম-আলিঙ্গনে,
চোলাই বিষণ্ণতার জলজ অস্তিত্ব এই ঘন সন্ধ্যায়;
বর্ষা-হৃদয় আজ বসে আছে ক্ষণ গণনার বালিয়াড়ি নিয়ে;
বৃষ্টি, আর একটু থেকে যাও না এই শৃঙ্খলিত হৃদয়ের
চকচকে মৌতাতে।

কথায় কথায় কথার গুঢ় মারপ্যাঁচে
নিরীহের ভঙ্গিতে অন্ধিসন্ধি খোঁজার চেষ্টা
সে ছিল-না কোন কালেই!
বর্ষা-ছোঁয়া অপহৃত! মৌসুমি বাতাসের বেষ্টনে!
এমন হত্যাকারীদের এঁদোয় সে কখনও-ই
লুটিয়ে পড়ে না।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ