গেলাম তবে

বন্যা লিপি ৩১ জানুয়ারি ২০২১, রবিবার, ০৪:০৫:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

গেলাম তবে;

যে পথটা মরা পাতারা বেজন্মার মত দখল নিয়েছে: শত চেষ্টায় হার মেনে জেনে গেছি, ওর নিচে মাটিও পচে গেছে। হারিয়েছে উর্বরতার অহংকার। একপয়সার কানাকড়ি সম্বল করে খেয়াপারের ভাবনায় নদীর ঘাটে এসে দাঁড়াই; ঘাটমরাদের সোল্লাসে জল ঘোলা করতে দেখলাম ঘৃণার চোখে। জলে ডুবিয়ে মারছে নিরাপরাধ এক বউঝি'কে; বারবার চিৎকার করে আকাশ -জলে তুফান উঠিয়ে বাঁচতে চাইছে বউটা,, পরনের শাড়ি ভেসে গেছে জোয়ারের বাণে। আমার সম্বল তো এক পয়সা!

আটকে গেলো নরম কাদামাটির চোরা ফাঁদে, কতক কলমীর কবর দেখছি পায়ের কাছেই, এপিটাফে খোদাই করা লেখা-- ফুটতে চাওয়া অপরাধে দণ্ডিত লাশ এখানে.....

মুঠো খুলে দেখি-- এক পয়সার কিনার ক্ষয়ে যেতে শুরু করেছে।

নিজের দিকে তাকালাম, সাদা ধবধবে থান কাদায় মাখামাখি হয়ে আছে। মাথা বরাবর ঝুলে আছে মহুয়ার থোকা থোকা ফুল; এই এতকিছু দেখেও আমি মাতাল হই ওই ফুলের গন্ধে।

ঘাট মরাদের মধ্য থেকে একজন চোখ ফেরায় আমার দিকে, এগিয়ে আসতে থাকে, এবার আমায় জলে ডোবাবে বলে......

আরেকটা এপিটাফ তৈরী হবে এখানেই........

গেলাম তবে.....

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ