কালের সাক্ষী

শিরিন হক ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৩৩:৫২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

অদ্ভুত জীবনের সাক্ষী হয়ে তুমি আজো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছো।
বহতা নদীর মতো তুমি বয়ে চলো অবিরাম;
তবুও ভারবাহী স্মৃতির আঙিনায় বারবার ফিরে আসো।

প্রাচীন গ্রণ্থের মতো কখনো পড়ে থাকো বুক সেলফে।
সেখানের ধুলোবালি মুছে কখনো তোমাকে তুলে ধরি
তোমাকে পড়তে চাই জানতে চাই সৃষ্টিরহস্যে।

বহুযুগ পার হয়ে যায় ;পেরিয়ে যায় নিত্যদিনের যাপিত জীবন তুমি হেঁটে যাও আলোর মশাল নিয়ে।
আমরা তোমাকেই রচি নিত্যতায়।
চর্যার রাজপথে তুমি মহিয়ান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
জীবনের কাছে মানুষের কাছে সবুজের কাছে উন্মুক্ত হয়ে
নিজেকে সঁপেছিলে কালোরাত্রির উপাত্যকায়;

তোমার আকাশ কেঁদেছিল সেদিন কেঁদেছিল আবাল, বৃদ্ধ, বনিতার বুক।
নিকষিত তুমি আমার শ্রেষ্ঠ মানব!

পরিব্রাজকের মত তোমাকে হন্যে হয়ে খুঁজি
আমার বাংলায়।
তুমি আসো নাকো আকাশের সিঁড়ি বেয়ে সবুজ গালিচায়।
হতভাগা পাখির ডানায় শক্তির সঞ্চার ঘটাতে।
কত ঋণ থেকে যায় হাজার বছর পরে।
কী করে তোমাকে করতে পারি অস্বীকার?
হে আমার শ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবুর রহমান

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ