কবিতা লেখা সহজ কম্ম নয়

নীলাঞ্জনা নীলা ১৮ জানুয়ারি ২০১৭, বুধবার, ০৬:৩৪:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

কবিতা লেখা সহজ কম্ম নয়...
কবিতা লেখা সহজ কম্ম নয়...

কবিতা লেখা যে সে কম্ম নয়! আবেগের জমিন থাকা চাই। চাষবাস করার মতো সেই রকমই মনও চাই। বীজ পোতার অনেক পরে শব্দাবেগ বৃক্ষের জন্ম হয়। কিন্তু কবিতা? ওই নামের নারী আছে, বইয়ের পাতায় উপমা-রূপক-অলঙ্কারের পাঁচমিশালী ঢং-ও আছে। কবিতা নামের ফসলের জন্য অপেক্ষা করা জানতে হয়।

কবিতা লেখা সহজ কম্ম নয়! ইচ্ছেমতোন ভাবের কাছে আত্মা থাকেনা। কবিতার জন্যে ধ্যানের প্রয়োজন। দুই ভ্রূ'র মধ্যে ত্রিনয়ন এঁকে সেই চোখে এই দু'চোখ রাখতে হয়। ভালোবাসা আর আত্মার মিলন ছাড়া কিছুতেই কবিতার জন্ম হয়না। তাইতো নিজেকেই বলি কবিতা লেখা সহজ কম্ম নয়!

কবি হওয়াও সহজ কম্ম নয়! কঠিন গাম্ভীর্যতা নিয়ে লিখে কি আর কবি হওয়া যায়? ওই যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ওঁরা কবি; সাধারণের মন স্পর্শ না করলে কি আর কবি হওয়া যায়? পাতায়-পাতায় অনেক লেখা যদি কবিতা হয়ে যেতো, তাহলে এই আমি কবেই কবি হয়ে যেতাম! কবি হতে গেলে কবিতাকে ভালোবাসতে হয়!

সন্ত্রাসীরা তাই কবিতা লিখতে পারেনা।

হ্যামিল্টন, কানাডা
৭ জানুয়ারি, ২০১৭ ইং।

**২০১৭ সালের প্রথম লেখা।** 

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ