কবিতা লিখি কেন?/অরুণিমা মন্ডল

অরুণিমা মন্ডল দাস ২১ আগস্ট ২০২০, শুক্রবার, ০৯:৩২:৫৬পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য
  1. কবিতা লিখি কেন?/অরুণিমা মন্ডল

 

Feeling kalponik

 

/  খুব কষ্ট পেলাম !

প্রত্যেকবার ভাঙা আয়নার সামনে দাঁড়াতে ভালো লাগছে না !

ভালো লাগছে না “ ভালোবাসার ভিখারী। ” হতে!

তুমি জিগ্যেস করেছিলে মুচকি হেসে কবিতা লিখি কেন?

আমি তোমার এলোমেলো চোখগুলোকে আমার চোখে র স্পর্শে স্থির করে বললাম “ শান্তি পাই”

 

এবার ঝড় উঠবেই

বিতর্ক হবেই

তুমি কেমন ভাবে আড়চোখে তাকাবে

বিড়াল কুকুরে ভরে যাবে রাস্তাঘাট

 

আমার সারা গা জনকোলাহলে ঘিনঘিন করবে

আমি কবিতা লিখতে পারব না

প্রচন্ড বাস্তবতার রোদ্দুরে আমি সুর খুঁজে পাই না

দিগন্তে তাকিয়ে  তোমাকে খুঁজি

সেখানেই চড়া রোদে সব স্মৃতিগুলো

আমার শুকিয়ে যায়

আমার কবিতা লেখা নিয়ে মেঘ গাছেদের মধ্যে বিতর্ক হোক

না থাক

ভিক্টোরিয়া র কাছ দিয়ে তোমাকে ঘুরিয়ে আনতে চাই না

চাই না পার্কের হাওয়া ” গুলোতে তুমি মাতো

আমার কেমন প্রেম প্রেম পায় না

ও তো শরীর ” ছুঁলে কেমন ঘেন্না ঘেন্না লাগে

আমার ওড়না র একটা সুতো” র ভালোবাসাতেই তোমাকে আটকে রাখতে চাই?

 

কবিতা লিখি কেন?

আমাকে বিরহের চকোলেট” দিয়ে চলে যাও

বিষে দগ্ধ আমি

কবিতা র মিঠা তে একটু মজে

শান্তি পাই

ভালোবাসা র ডানা” গুলো তে কল্পনায়

উড়তে!

এবারে বুঝেছো

জল খাবে

কষ্ট হচ্ছে

হ্যাঁ সেতো হবে

আমার হাতের ফুল গুলিকে তুমি যে গুলি করে মেরে ফেলেছো?

ভেবে দেখো তুমি কতটা খুনি?

আমার আত্মা শরীর মন  কে শেষ করেছ তিলে তিলে?

যন্ত্রণা তো যন্ত্রণা র পাওনাদা র তাই না?

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ