কঠিন

সঞ্জয় মালাকার ১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ১০:৫৩:২২অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

কখনো ব্যর্থতা হয় সাফল্যের আনন্দ,
কখনো মিথ্যে দেয় সত্যের সূচনা,
বৈচিত্র্যময় ভুবনে আমি একজনা!

জীবনটা বড় কঠিন,
অগোছালো স্বপ্নের বালুচর,
পরাজয় পথে খুঁজে চলে বিজয়!

কখনো সুখের ব্যর্তা শুনে হয় উচ্ছাসিত
কখনো গল্পের মতো অনাকাঙ্খিত,
আমি সত্য মিথ্যে বুঝিনা,জীবন..
বাঁচাতে চাই একমুঠো অন্ন!

কে দেবে এমন আশ্বান..
কে জাগাবে এ বিশ্ব ভুবনে বিশ্বাস,
এই উদ্দাম সময়ে আমার সর্বনাশ!

যা স্বপ্ন দেখেছি...
আজ হয়েছে বিপর্জয়,
কখনো কারো কথা শুনে,রাত হয় রেলস্টেশন!

সঞ্জয় রমালাকার //

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ