কবিতা এখন আলুথালু, ছিঁচকাঁদুনে,
ঘুরে বেড়ায় তেপান্তরে, নাকে মুখে চোখে বুকে
লোনা জলের সর্দিকাশি নিয়ে, করোনা বলছিনে;

অঙ্গরাগ মেলে বসে থাকে ঝুল বারান্দায়,
হিল্লোল-প্রমোদ চেপে রেখে,
প্রসাধিত মুখের চটুল ছলাকলা হৃদয়ে মেখে
সামান্য উঁকিঝুঁকিতে,
ঠুনকো বনেদিপনার কিঙ্কিণী বাজিয়ে;

কবিতার সোনালী গালিচায় মুখ ঘসে ঘসে,
আবার ও বলছি, কবিতার পাঠক হতে চাই,
কবিতায় নাক-মুখ ডুবিয়ে, আকণ্ঠ পান করতে চাই,
আলোকবর্ষে যাপন চাই রক্তিম ঠোঁটে ঠোঁট রেখে;
এক আকাশ মেঘের-বজ্র-বৃষ্টি পান করতে চাই,
আঁজলা ভরে, চর্ব্ব চোষ্য লেহ্য পেয়-তে;
জ্বলে ওঠা যুগলের ভালবাসায়।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ