যা আমি চাইনি

প্রদীপ চক্রবর্তী ৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ০৯:৫২:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

অনেকটা রৈখিক স্কেলে মাপা প্রতি বর্গমিটারের দূরত্ব একের পর এক বেড়েই চলছে।
যৌবনের মন ভ্রমরী নক্ষত্রেভেদ করতে যাচ্ছে,
খানিকটা ভবঘুরে আর আনমনা হয়ে।
জনশূন্য স্থপতিতে অক্সিজেনহীন পাতাবাহার।
পাহাড়ের অরণ্য জুড়ে
শাল,গর্জনের সাজানো রূপকথার কাব্য অনায়াসে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বায়স্কোপহীন শহর,
মরসুমিতে ভরা পরিত্যক্ত হলুদ খামে নিকোটিনের গন্ধ গ্রাস করে আছে। পরিত্যক্ত হলুদ খামের ভেতর লুকিয়ে থাকা কিছু মহাকাব্য জোনাকিপোকার আলো পাওয়ার আশায় ছুটাছুটি করছে।
হয়তো তা কোন এক প্রহরের পূবের আচমকা হাওয়া এসে উড়িয়ে নিয়েছে।
যে মরসুমি ভরা খামে কিছু অজানা কথা আর কিছুটা স্বপ্ন ছিলো। তা আজ নিমিষে শেষ হয়ে গিয়েছে।
সন্ধ্যা তারা বেড়ে ওঠার সাথে সাথে তুমি হাজার কথার বাহানা দেখিয়ে দিলে।
বিনিমেয় পেলাম কিছু আগন্তুক কথা!
যা আমি চাইনি।
অন্তকাল ডায়রিতে যে গোলাপ তোমার জন্য রেখে দিয়েছি সেটা হয়তো এতক্ষণে ঝরে গিয়েছে।
পাপড়িরা তাদের সৌন্দর্যতা হারাতে বসেছে তোমার স্পর্শহীনে।
তোমায় সঙ্গ দিবো বলে একসময় ইউরেনাস ও নেপচুন এসে ভিড় জমাতো। রঙিন প্রজাপতির ডানা বেয়ে আসতো কত পদ্মপাতার গায়ে লেখা চিরকুট।
রাখাল শিশিরজলে পা ভিজিয়ে
মাঠে প্রবেশ করে স্নিগ্ধতায়, আর দিনশেষে ফেরারি গোধূলিতে বাড়ি ফিরে কিছুটা হিমেল হাওয়া নিয়ে।
আমি তো রোজ তোমা থেকে খালি হাতে ফিরেছি।
দেবদারুর গন্ধ ক্রমেই হ্রাস হয়ে যাচ্ছে।
সাথে কিছু নতুন স্বপ্ন।
ইদানিং আর কথা হয়ে উঠে না।
কথাগুলো অদেখায় অবহেলায় পড়ে থাকে।
যা আমি কখনো চাইনি।
কেন জানি পৃথিবী সব রঙ একে একে ফিকে যাচ্ছে!
...
ছবিঃ সংগৃহীত

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ