তুমি প্রেম ছুঁয়ে দেখো নি বলে
আমি কি তোমায় ছুঁতে পারি না?
দুচোখ ভরে দেখব বলে,
তোমার দিকে নির্নিমেষে কি চেয়ে থাকতে পারি না?

তোমার চুলে যখন রাঙামাটির ফুল গুঁজে থাকে তখন ভীষণ ঈর্ষা হয় তোমার প্রতি।
নদী যখন তোমায় ডাকে আমি তখন তোমায় মধুমাধবী রাগে থামিয়ে রাখি!
তা কি তুমি জানো?

আজ বৈশাখের প্রথম প্রহরে পৃথিবীর সমস্ত মাধুর্যতা যখন তোমার আঁখিনীড়ে!
আর গাছের শাখে শাখে নতুন পাতা।
এ যেন মনে হয় প্রকৃতি তোমায় নিজ হাতে সাজিয়ে রেখেছে।
তোমায় দুচোখ ভরে দেখব বলে।

বলো,
তোমায় কি ছুঁতে পারি না?
আমিও তো এক ক্লান্ত প্রেমিক!
চাইলে তো পারো ক্লান্ততা মুছে খুব কাছে টেনে নিতে!

...

ছবিঃ সংগৃহীত।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ