আমাকে গ্রহণ করো।

প্রদীপ চক্রবর্তী ৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ০৭:৫৪:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

এবার শেষবারের মতো তোমার শহর ছেড়ে চলে যাচ্ছি।

অনেক দূর।
যাচ্ছি কোন এক মৌন পাহাড়ের দেশে।
যেখানে নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারা যায়।

কাউকে পেয়ে নয়।
বরং তোমার ভীষণ অবহেলা আর অভিজাততন্ত্রের অহংকারে, চলে যাচ্ছি বহুদূর।
জানি,
এ নিয়ে তোমার কোন মাথাব্যথা নেই।
নেই কোন হারাবার ভয়।
আমি নামক মানুষটা ছাড়া তুমি কখনো একাকীত্ববোধ করবে না।
দিব্যি ভালো থাকবে।

বসন্ত আসতে আর বেশ দেরি নেই।
শীত এসেছে তাই সবুজ পাতাগুলো কেমন জানি বিবর্ণ এক হলদে রঙ ধরেছে।
শতবর্ষজীবী জারুল ও পাইন গাছ রসদ যোগাতে পারেনা বলে বিদায়ের বাণী গুনছে।
সবুজের বুকে এ যেন বেজে উঠেছে জীবনানন্দের পিরামিড কবিতার অনাহত মেম্ননের স্বর!

গত বসন্তে তোমাকে দেওয়া চিঠির ভাঁজে গোলাপের পাপড়ি ঝরে গিয়ে হয়তো লেখাগুলো রক্তিম হয়ে গেছে।
কেমন জানি বিক্ষুব্ধ হয়ে আছে!
জানি না,
এ চিঠিগুলো কোথায় রেখেছ।
হয়তো অন্যতে যাওয়ার পূর্বে ফেলে দিয়েছ, নয়তো পুড়িয়ে দিয়েছ!

তোমার এতো অবহেলা আর অভিজাততন্ত্র দেখে, পাহাড়ের বুকে মাথা রেখে নিষ্পলক যুগ্ম আঁখি তুলে চেয়ে আছি আকাশের দিকে।
আর নিজেকে তৈরি করতে গিয়ে তুমি নামক মানুষটা বিষণ দরকার!
দরকার তোমার ভালোবাসা।

অথচ তুমি আজ অন্যের।
অন্যের বক্ষ জুড়ে তোমার বসতি।
কিন্তু তোমাকে যে আমার লাগবে, আমাকে গ্রহণ করো। নতুবা আমায় হত্যা করো!

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ