একদিন খুব কাছের ছিলাম!

প্রদীপ চক্রবর্তী ২০ জুলাই ২০২২, বুধবার, ০৩:৩৬:৫৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

সুনীলদা'র মতো পাহাড় কিনতে পারি নি বলে আজও কেউ ভালোবাসেনি!
কেউ কথা রাখেনি।
এমনকি কেউ পাশে থাকার প্রতিশ্রুতি দেয় নি।

আমারও তো পাহাড় কেনার সখ ছিলো।
খুব করে ভালোবাসবার ইচ্ছে ছিলো।
স্বপ্ন ছিলো সবুজ দূর্বাঘাসের উপর দাঁড়িয়ে রাতের জোছনা দেখবার।
কথা ছিলো শীতার্ত ও সকরুণ সুরে ডাকা ডাহুকের আত্মকাহিনী নিয়ে লেখা!

আর কি কথা ছিলো জানো?
তুমি আমার এক বিশ্বস্ত সঙ্গী হবে।
আমি হবো এক শিল্পসম্মত প্রেমিক!
ঐ পাহাড়ের বুকে থাকবে আমাদের ছোট্টখাট্টো একটা বসতি।

অথচ পাহাড় কেনা হয় নি!
তোমাকে চাইতে গিয়ে ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতি পাইনি।
কেবল পেয়েছি উপেক্ষা, অবহেলা আর অজুহাত।
এতসব উপেক্ষার মাঝে আজও তোমার অপেক্ষার প্রহর গুনি!
আজও তোমার ছবি আঁকি।
চেয়ে থাকি সে ছবির দিকে নির্নিমেষে।

আমার বিশ্বাস তুমি ফিরবে!
যখন মনে পড়বে আমায় -
তুমি হাত বাড়িয়ে দিও,
আমি মুঠোভর্তি এক আকাশ ভালোবাসা আর সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেবো।

তোমায় জড়িয়ে নেবো খুব করে।
পাহাড় কিনতে না পারলেও কবিতার পাহাড় গড়ে নেবো।
ঠোঁটের তুরুপে তোমায় ছুঁয়ে দেবো!
আর মনে করিয়ে দেবো আমি একদিন তোমার খুব কাছের ছিলাম।
যেমন নদী আর পাহাড় খুবি কাছাকাছি হয়।

..

ছবিঃ সংগৃহীত।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ