ফাগুন, যদি ভালোই বাসো,
তাহলে দুরে দুরে দাঁড়িয়ে থাকো কেন?
তোমার আমার মাঝে রহস্যের যে বন্দি শেকল
কবে তা ভেদ করে পৌঁছবো তোমাতে!
একবার খোলাসা করে
বর্ষার মত ঝাঁপিয়ে পর আমার বুকে
আমি দীর্ঘ স্বস্তির নি:শ্বাস ফেলি।

দোদুল্যমান দোলাচলে মন পুড়ে পুড়ে হয় ছাই
তোমার আশায় আশায়, তুমি জানো কি?
প্রত্যাশা বড্ড ভয়ানক এক ব্যাধি,
পিছু ছাড়ে না বহুকাল।

আমাতে কবে তুমি মেলে ধরবে অবারিত ঐ নীল আকাশ
ঝাঁপিয়ে পরবে ঘনঘোর আঁধার ফুঁড়ে
দূর্দান্ত ঐ জোসনার মতো?
কবে তুমি আমার হবে মিশে দিয়ে আক্ষেপের খরতাপ
নিঃসঙ্কোচে, নির্দ্ধিধায়, ভেঙ্গেচুরে
পেছনে ফেলে সকল পিছুটান।

আর যদি ভালো নাই বাস; তবে এত দুরে চলে যাও।
যতটায় তোমাকে ছুঁতে না পারা যায়,
ছুঁতে না পারা যায় তোমার ঐ বন্য চোখ।

এই অযাচিত উদ্বিগ্নতার মায়াজাল থেকে চিরমুক্তি চায় মন
দোদুল্যমান নিকষ আঁধার যার কোন শেষ নেই

তোমার সেই আগুনে আর পুড়িও না, ফাগুন।

ছবি-নেট

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ