অভিলাষ

খাদিজাতুল কুবরা ৫ আগস্ট ২০২০, বুধবার, ০৫:৫০:৫৬অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

আমার অভিলাষী মন তোমাকেই ভালেবাসে অনুক্ষণ,
বোঝেনা সে, অহেতুক জিদে বাসনা পোষে,
তুমি ও যে ভালোবেসেছিলে কোনো একদিন কিছুক্ষণ।
আশার বীণায় বাজে কেটে যাওয়া সুরের অনুরণন!
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

অভিলাষী মন খোঁজে তোমায়, ভাবে চাঁদের কিরণ,
অমাবস্যা কেটে গেলে বুঝি ফিরবে পঞ্চমীর দিন।
বোঝেনা মন চাঁদ ফেরেনা পৃথিবী ঘোরে সেটাই নিয়ম।
আজও শিখেনি নিয়ম ভাঙার নিয়ম কারুর প্রিয়তম।
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

অভিলাষী মন পাতার বাঁশীতে বাজাতে চায় সম্মোহন!
কস্মিনকালেও কি সে সুর ছুঁয়ে যাবে পথিকের মন?
বোকা মন দেখে দিবা স্বপন ভালোবাসা পাবার আশে,
অলীক ভাবনা বই তো নয় ভালোবাসা মিথ্যের পরশে!
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে সে হলো কর্মফল,
বাকী সব আলেয়ার হাতছানি ছুটে যাওয়া বিফল।
ভালোবাসা বলে কিছু নেই ধরায় শুধুই প্রবঞ্চনার ফাঁস,
ভালোবাসা পাওয়ার আশা কল্পনা প্রসূত অভিলাষ।
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

রুবি

০৩/০৮/২০২০ইং

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ