অপেক্ষায় আছি

কামরুল ইসলাম ২৮ আগস্ট ২০২০, শুক্রবার, ১০:৩৮:৪২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

অপেক্ষায় আছি

ছন্দের রাণী এসে আমার নিস্তব্ধতা ভাঙবে

কাব্যময় কথার  ফুলঝুরিতে

স্বপ্নময় আলপনা এঁকে দিবে

আমার নিঃসঙ্গতার চার দেয়াল  ।

বেলকনিতে বসে  আমি আকাশ দেখবো

অন্ধকারে মেঘেদের ঝাপসা আবরণ

তাতেই খুঁজে পাবো সম্ভাবনার আলো

ছন্দ রাণীর হাঁসিতে

তার ঝাপটে পড়া  কপালে অবাদ্য চুলে

কথার ভঙ্গিতে,  উৎসুক দৃষ্টিতে

তার সুচারু শরীরের গন্ধে,

ঠোঁটে অট্ট ভাজে,  কাঁকনের আওয়াজে

রেশমী চুলের স্নিগ্ধ সৌরভে।

আমি অপেক্ষায় আছি

ছন্দের  রাণী এসে ভেঙে দিবে

আমার চার দেয়ালের নিস্তব্ধতা  ।।

~~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৮/০৮/১৯

ঢাকা

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ