অনঙ্গ আখ্যান

সাবিনা ইয়াসমিন ২৫ মে ২০২২, বুধবার, ০১:০৬:২৬অপরাহ্ন অণুগল্প ১৯ মন্তব্য

তোমার শরীর থেকে একটা অচেনা গন্ধ পাচ্ছি
-আমার না বলতে চাচ্ছো?
উহু, তোমার-ই
-তাহলে? অচেনা বলো কেন?
আগে পাইনি, এমনতো নয়-ই
-কেমন?

তীব্র,
স্নায়ুতে ছড়িয়ে যাচ্ছে প্রতি নিঃশ্বাসে
যেন হঠাৎ বৃষ্টির ফোঁটায় ভিজেছে পোড়া মাটি
ঘাস-বুকে ফুটেছে নাম না জানা অজস্র বেগুনি ফুল,
যেন আমি ডুবে আছি অনন্ত বর্ষায়;

মাতাল হচ্ছি! বলো, কেন এমন হবে?
- হতেই পারে
কেন?
- আচ্ছা, তবে শোনো

বিরহী গাঙচিল জানে
ক্লান্ত ডানা কোথায় থামে,
অথৈজলে ভেসে চলা সহস্র মাস্তুল ছাড়িয়ে--
খুঁজে ফেরা অধীর দৃষ্টি পেয়েছে
জল-বন্দি সেই নাবিকের খোঁজ,
যার বুকের মাঝে লেপ্টে আছে একগাছি চুলের সুবাস..

উৎস তবে এই!
-হু
অপেক্ষায় ছিলে?
-খুব, খুউউউব...

 

.

.

 

*ছবি- আমার*

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ