
হেমন্ত ছাড়া আমার কোন বড়ো ক্ষতো নেই
আমি তো হেঁটে যেতে চাই সে ধান কাটা মাঠ সন্ধ্যা
রাতভর আকাশের নীরব কান্না শান্ত শিশিরের জল
বঙ্গ-বধূর আঁচল ভরা ক্লান্তির অনল।
হেমন্ত ছাড়া আমার কোন ভালো স্মৃতি নেই
আমি তো খুঁজি বিজন মাঠে সে শালিকের রাণী
দীঘির মাংসে মিশে যায় কুয়াশার অন্ধ অসীম
আমি বহন করি হিম হেমন্তের শুধুই হিমে কাঁপা ডিম।
হেমন্ত ছাড়া আমার বড়ো কোন কষ্ট নেই
ঘাসফড়িংয়ের মাথায় শুয়ে সেই হেমন্ত রাত
রজনী ফুঁড়ে ঢেলে দিয়েছে পূর্ণিমা ধবল দুধ
আজও ভেতরে হেমন্ত নেয় প্রবল প্রতিশোধ।
দালান জাহান
২১.১১.২০
১৮টি মন্তব্য
হালিম নজরুল
ভাল লাগল।
দালান জাহান
হালিম নজরুল ভাই কেমন আছেন?
ফয়জুল মহী
বেশ মোহনীয় পরিবেশন। চালিয়ে যান অবিরাম । পড়ে আকৃষ্ট হলাম।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভসকাল কবি
সুপর্ণা ফাল্গুনী
দীঘির মাংসে মিশে যায় কুয়াশার অন্ধ অসীম -চমৎকার লাগলো। হেমন্ত আপনার জীবনকে আরো মোহনীয় করে তুলুক, চমৎকার স্মৃতির ভান্ডারে ভরে দিক । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি
দালান জাহান
ধন্যবাদ কবি শুভসকাল
সাবিনা ইয়াসমিন
হেমন্তকে জিবন্ত কেউ/কিছু মনে হলো।
লেখাটাই এমন 🙂
শুভ কামনা 🌹🌹
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
আলমগীর সরকার লিটন
বেশ অনুপ্রাণিত হইলাম কবি দা অনেক শুভ কামনা জানাই
দালান জাহান
কৃতজ্ঞতা দাদা শুভরাত্রি
শামীম চৌধুরী
দারুন দারুন দারুন।
শুভ কামনা রইলো।
দালান জাহান
অনেক অনেক কৃতজ্ঞতা দাদা
আরজু মুক্তা
হেমন্ত লাজুক হলেও অনেক জীবন্ত!
দালান জাহান
ধন্যবাদ কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
হৃদয় হার্দিক প্রকাশ পেয়েছে কবি
শুভকামনা রইল সতত
দালান জাহান
ধন্যবাদ দাদা শুভসন্ধ্যা
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ কবিতা।
শুভ কামনা রইলো।
দালান জাহান
কৃতজ্ঞতা কবি ভালো থাকুন সবসময়