হেদায়েত

আলমগীর সরকার লিটন ৯ মে ২০২১, রবিবার, ১২:৩৫:১০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

বিবেক বুদ্ধি আর হেদায়েত
মানব দেহে কতটুকু বহমান?
অন্ধ, জ্ঞানহীন তারাই জানেন
তার মান অথচ শিক্ষত মানুষ
জানে না নিভে যাওয়া মৃত্যুর স্লান
তাদের আছে হিংস্র নেকড়ার প্রাণ;

ওগো বিধাতা দাও হেদায়েত- দাও
বিবেক শক্তি বুদ্ধির রেলগাড়ি মত যান;
বিদ্যুৎগতিতে ঘটাতে পারে বিবেক জ্ঞান-
দাও বিধাতা একটু হেদায়েত ধুয়ে যাক উঠান

তবুও এ অল্প সময়ের মধ্যে মানুষ শুধু অন্ধ
হেদায়েতহীন মন মানসিকতার শিকর
হিংসা  ক্রোধের মাঝে দেখে না তার মৃত প্রাণ
অতঃপর বিধাতা দাও দুর্বাঘাসের মত
এক ফালি আলোর মতো হেদায়েত।

২৬ বৈশাখ ১৪২৮, ০৯ মে ২১
——————————–

৫৩৩জন ৪৫১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ