
বিবেক বুদ্ধি আর হেদায়েত
মানব দেহে কতটুকু বহমান?
অন্ধ, জ্ঞানহীন তারাই জানেন
তার মান অথচ শিক্ষত মানুষ
জানে না নিভে যাওয়া মৃত্যুর স্লান
তাদের আছে হিংস্র নেকড়ার প্রাণ;
ওগো বিধাতা দাও হেদায়েত- দাও
বিবেক শক্তি বুদ্ধির রেলগাড়ি মত যান;
বিদ্যুৎগতিতে ঘটাতে পারে বিবেক জ্ঞান-
দাও বিধাতা একটু হেদায়েত ধুয়ে যাক উঠান
তবুও এ অল্প সময়ের মধ্যে মানুষ শুধু অন্ধ
হেদায়েতহীন মন মানসিকতার শিকর
হিংসা ক্রোধের মাঝে দেখে না তার মৃত প্রাণ
অতঃপর বিধাতা দাও দুর্বাঘাসের মত
এক ফালি আলোর মতো হেদায়েত।
২৬ বৈশাখ ১৪২৮, ০৯ মে ২১
——————————–
১২টি মন্তব্য
হালিমা আক্তার
বিবেকের আলো জেগে উঠুক। শুভকামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হালিমা আপু
আগাম ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন–
তৌহিদুল ইসলাম
আমরা চোখ থেকেও অন্ধ! অবুঝ মূর্খের মত আমাদের আচরণ। হেদায়েত দানকারী একমাত্র আল্লাহ। তবে প্রচেষ্টা কিন্তু নিজের।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
আগাম ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন–
আরজু মুক্তা
নিশ্চয় আল্লাহ হেদায়েত দান করবেন
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মুক্তা আপু
আগাম ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন–
সুপর্ণা ফাল্গুনী
বিবেক জেগে উঠুক, অসচেতন মন সচেতনতায় ফিরে আসুক। শিক্ষা নিয়ে ও আমরা গণমূর্খের মতো কার্যকলাপে লিপ্ত। ভালো থাকুন নিরাপদে থাকুন
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
আগাম ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন–
ফয়জুল মহী
অসাধারণ কথামালা ,
ভালোলাগা রেখে গেলাম দাদা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
আগাম ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মানবিক উচ্চারণ কবি দা।
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম অনন্ত।
নার্গিস রশিদ
সুন্দর ভাবে তুলে ধরেছেন কবিতার মধ্য দিয়ে।