
সোনামণি সিনথীয়া
গান গায় পিয়া পিয়া
ধ্যান করে সকলের ভঙ্গ।
জেগে সদা পাশাপাশি
এই জল এই হাসি
প্রিয় তার বাবা মা’র সঙ্গ।
খ্যালে যদি খেলাপাতি
দিনমানই থাকে মাতি
শুনে শুনে পুতুলের বায়না,
বেঁধে দিলে দুই ঝুঁটি
হেসে হয় কুটি কুটি
বারে বারে হাতে নিয়ে আয়না।
খেতে দিলে মাছ ভাত
বসে শুধু ধোয় হাত
মুখে পেলে তবে ঝরে শব্দ,
কভু গেলে রেগে অতি
ড্রেস চাই-ই প্রজাপতি
পড়বো না বলে করে জব্দ।
কবিতাটি আমার অতি আদরের ধন
ভাতিজি (ছোট ভাইয়ের মেয়ে) কে
নিয়ে লেখা। দোয়া করবেন ওর জন্য।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আল্লাহপাক মামনী সুস্থ ও ভালো থাকুক। শুভ কামনা রইল।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
চমৎকার ছড়া কবি দা
ভাল থাকবেন—————-
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
আল্লাহ পাক ওকে নেক হায়াত দান করুন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ কৃতজ্ঞ থাকলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সঞ্জয় মালাকার
মামণীর জন্য দীর্ঘ আয়ু কামনা করি, ভালো থাকুক সবসময় শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!