
‘আমার তোমাকে চাইবার অজস্র কারণ থাকলেও
তোমার আমাকে চাইবার কোনো কারণ নেই’
এটা জেনেও বারংবার তোমাকে চেয়ে কেবল নিজেকেই ছোট করেছি। নিচে নামাতে নামাতে এতোটাই নিচে নামিয়েছি নিজেকে যে ইচ্ছে করলেই আর নিচু মাথা উঁচু করার জ্যো নেই আমার।
নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে একদিন বলেছিলাম ভালোবাসি। আমি ভালোবাসি বলার আগে তোমার জীবনে কেউ আছে কিনা, তুমি কাউকে ভালোবাসো কিনা? তা জানার, বোঝার প্রয়োজন অনুভব করিনি। প্রয়োজন অনুভব করিনি কারণ আমি আমার ছাড়া আর কারো ভাবনার তোয়াক্কা করিনি কখনো। নিজে যা ভেবেছি, যা চেয়েছি সবসময় সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার কাছে। বলতে পারো স্বার্থপর নারী একটা! যার নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে কোনো মাথাব্যথা নেই। যে নিজে ভালো থাকবে বলে অন্যকে বাধ্য করতেও পিছপা হয়না।
আমি ভালোবাসি বলার পর যখন বুঝতে পারলাম আমি যে চোখে তোমায় দেখছি তুমি তেমন কিছুই ভাবছো না আমাকে নিয়ে। তোমায় নিঃশ্চুপ নিস্তব্ধ মৌন থাকতে দেখে বুঝে গেলাম আমি যা করেছি সেটা নেহাতই মূর্খতা। নিজের আবেগ ধরে রাখতে না পারার মূর্খতায় বার বার নিজেকেই ধিক্কার দিয়েছি। যদিও আমি এতোটা সফট না তবুও কেনো যে তোমার কাছে দুর্বল হয়ে গেলাম, কেনো যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলাম? এসব ভেবে ভেবে যখন লজ্জায় মরে যাচ্ছিলাম তখন আমার সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দিলে ছোট্ট একটা চুমুতে। আমি নির্বাক, হতবাক হয়ে ঠাঁয় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ! ভেবে ঠাওর করতে পারছিলাম না এটা কল্পনা ছিলো নাকি বাস্তব? অলীক স্বপ্নে বিভোরই তো আমি নাকি যা হলো তা সত্যি ছিলো?
যখন হুশে ফিরলাম তখন তোমার দিকে তাকিয়ে মনে হলো এও কি সম্ভব! তবে কী আমি সত্যিই পেয়ে গেলাম আমার ভালোবাসার স্বীকৃতি?
হ্যাঁ অবশেষে পেয়ে গেলাম আমি আমার ভালোবাসার স্বীকৃতি। এ এক অন্য রকম অদ্ভুত অনুভূতি, অদ্ভুত ভালোলাগা? আমার এই বিবর্ণ জীবন রঙে রঙে রঙিন হয়ে উঠলো। যুগ যুগ ধরে এমন দিনের প্রতীক্ষায় ছিলাম। নতুন করে বাঁচতে ইচ্ছে করলো। ইচ্ছে করলো এই এক জীবনের বাকীটা পথ তোমার সাথে, তোমার হাতে হাত রেখে পাড়ি দিতে। নতুন করে শুরু করার স্বপ্ন দেখলাম।
নিজের মনে প্রতি মুহূর্তে তোমাকে নিয়ে সংসার করছি। ঘেমেঘেট রান্না করে তোমার জন্য অপেক্ষা করছি। সারাদিনের ক্লান্তি নিয়ে তুমি যখন ঘরে ফিরছো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুলে বিলি কেটে দিচ্ছি আর তুমি আমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে যাচ্ছো। এমনি করেই কেটে যাচ্ছে তোমাকে নিয়ে আমার সংসার। আমার ভালোবাসার সংসার।
বর বউ সেজে সংসার সংসার খেলতে খেলতে একদিন সত্যিই তোমার বউ হওয়ার বাসনা পেয়ে বসলো আমাকে। সত্যি সত্যিই সংসার করতে ইচ্ছে করলো তোমার সাথে। তোমার জন্য রান্না করে নিয়ে অপেক্ষা করা, তোমার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তোমার চুলে বিলি কেটে দেওয়া, আমার কোলে মাথা রেখে তোমার ঘুমোতে যাওয়া। যা যা কল্পনায় করতাম তা তা বাস্তবে করতে ইচ্ছে করলো। আমি ভুলে গিয়েছিলাম কল্পনায় পাওয়া তোমাকে বাস্তবে পাওয়া তো দূর ছোঁয়াও যায় না। অলীক স্বপ্নে আমি বিভোর থাকলেও তুমি বাস্তবতা থেকে একচুল সরে যাও নি। না যাওয়ায় স্বাভাবিক। সবাই তো আর তার পিছুটান থেকে বের হয়ে অলীক স্বপ্নে গা ভাসাতে পারে না। তুমিও পারোনি। তাই আমি যখন তোমায় নিয়ে বর-বউ খেলছি তুমি তখন অতীতে ফিরে গিয়ে করছো স্মৃতি রোমন্থন। সময় এসেছে কল্পনা থেকে বেরিয়ে বাস্তবতায় পদার্পণ করা। অনেক হয়ে মিছেমিছি সংসার সংসার খেলা এবার সত্যটাকে মেনে নেবার পালা।
২০টি মন্তব্য
ফয়জুল মহী
সহজ, সুন্দর ও সাবলীল লেখনী।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
খেলাঘর একদিন ভেঙে যায়, বাস্তবতার প্রখর রোদে পুড়ে যায় রুপালী চাঁদ। তবুও আমরা ভালোবাসি, ভালোবেসে যাই নির্লজ্জতার শিখরে গিয়ে।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
সংসার সংসার বউ ভাত অনেক খেলা যায়
বাস্তবতা অনেক কঠিন ও কঠোর
সবাই খেলে ছেলেবেলায়।
হারিয়ে যায় অজানায়।
ভালো লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্নের ভেলায় ভেসে ভেসে কঠিন বাস্তবতায় ফিরে আসতেই হয়। এটাই নিয়তি, বিধাতার লীলা। যতই নির্লজ্জতার মাথা খেয়ে আবেগ প্রকাশিত হোক , ভালোবাসা হোক অপর পক্ষের উদাসীনতা, নির্লিপ্ততা সব আবেগ ধূলিসাৎ করে দেয়। ধন্যবাদ আপু। ভালো থাকুন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ লিখেছেন দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ধূসর দিগন্ত
যা খুব সহজে অর্জিত হয় তা খুব সহজেই হারিয়ে যায়। কল্পনা থেকে বাস্তবতা অনেক অনেক তফাৎ।
সহস্র চড়াই উৎরাই পেরিয়ে জীবনে যে সফলতা আসে সেটা কখনোই হারায় না।
সুরাইয়া পারভীন
সুন্দর বলেছেন আপনি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আবার পড়তে হবে।
সুরাইয়া পারভীন
হুম পড়ুন তবে
আরজু মুক্তা
স্বপন আর বাস্তবতা দুটো আলাদা। ভাবনাটাও অমন হওয়া উচিত। কঠিনকেই ভালোবাসতে হবে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
স্বপ্নের ভেলায় ভেসে ভেসে কঠিন বাস্তবতায় ফিরে আসতেই হয়।
বাস্তবতায় পদার্পণ করা। অনেক হয়ে মিছেমিছি সংসার সংসার খেলা এবার সত্যটাকে মেনে নেবার পালা।
সুরাইয়া পারভীন
একদম তাই দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি আপনিও ভালোথাকবেন সবসময় নিরন্তর কামনা ।
ছাইরাছ হেলাল
বুঝলাম, ভালোবাসা ভাল না!
সুরাইয়া পারভীন
ভালোবাসা সুখের চেয়ে
দুঃখের আবেশে ভাসায় বেশি
তাই তো ভালোবাসা শুধু ভালোবাসা নয়
প্রহসনও বটে।
জিসান শা ইকরাম
যে প্রেম পোড়ায় না, পুড়িয়ে অংগার করেনা, সে প্রেম কোন প্রেমই না।
অতৃপ্তি, অপ্রাপ্তির আগুন জ্বলবে দাউদাউ করে, এমনটাই আসল প্রেম।
প্রেম অনেক ভালো একটা অনুভুতি 🙂