
আমের বনে দোলা দিলো,
কৃষ্ণচূড়ায় ফাগুন।
তোমার প্রেমের মাতাল হাওয়ায়,
মনে লাগে আগুন।
গুন করেছো কি দিয়ে গো,
কোন সে জাদুটোনা।
তোমায় ছাড়া দিন কাটে না,
হৃদয় আনমোনা।
শীতল দিনে খোলস ছেড়ে,
উষ্ণতার লোভে।
তোমায় ছোঁয়ার নেশায় বিভোর,
ভাবনা ভেবে ভেবে।
মন মঞ্জরিত, উথাল পাতাল
হাওয়া বয়ে যায়।
নতুন প্রেমের নতুন প্রকাশ
বিকাশ হতে চায়।
কি যে জ্বালা! এলো এ কোন
অমানিশার ঘোর।
দিনগুলি যায় তবু ও তো ,
কাটে না প্রহর।
কোয়রেন্টাইনের দিনগুলিতে,
বড্ড ভাবনা হয়।
আঁধার শেষে আলোর দিনে
পাবে তো তোমায়?
পারবো কি আবার হাত ধরতে
পাশাপাশি চলতে ?
নাকি করোনার ভয়ে দুর থেকে
হবে কথা বলতে?
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আহারে নতুন প্রেমের মজাই আলাদা। দুষ্টু কোয়ারেন্টাইন সব শেষ করে দিলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ইসিয়াক
ভালো থাকুন সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
ধন্যবাদ।
হালিম নজরুল
কি যে জ্বালা! এলো এ কোন
অমানিশার ঘোর।
দিনগুলি যায় তবু ও তো ,
কাটে না প্রহর।
———————বাহ।
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী ।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া।
নীরা সাদীয়া
কোয়ারান্টাইন শেষ হোক, হোক নতুনের সূচনা।
এই শুভ কামনা।
“গুন করেছো কি দিয়ে”
এখানে গুন শব্দের অর্থটা বুঝিনি।
ইসিয়াক
গুন বলতে এখানে বশীকরণ করা বোঝানো হয়েছে ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“আমের বনে দোলা দিলো,
কৃষ্ণচূড়ায় ফাগুন।
তোমার প্রেমের মাতাল হাওয়ায়,
মনে লাগে আগুন।”
ফাগুন আর মন টানে না
করোনার আগুন।
শুভ কামনা।
ইসিয়াক
বেশি বেশি বই পড়ুন মুভি দেখুন আর আমার মতো ভালো থাকুন। ও হ্যাঁ খাপ ছাড়া শোনালেও বলছি আমি কিন্তু বেশি বোর লাগলে মিউজিক ছেড়ে নাচানাচিও করছি। প্লিজ দাদা পাগল ভাববেন না। শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
আপনার উপদেশ শিরোধার্য।
শুভ কামনা।
তৌহিদ
আমাদের সুন্দর সময় ফিরে আসবে অবশ্যই এটাই এখন চাওয়া। সকলে ভালো থাকুক, বিপদমুক্ত থাকুক।
কবিতা ভালো লেগেছে ভাই।
সুরাইয়া নার্গিস
প্রতিটা চরন মালা চমৎকার লাগলো।
শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
জাদুটোনাই করেছে সে, নইলে এমন কবিতা আসতো না।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সামান্য চেপে-চুপে থাকতে হবে, কোয়ারেন্টাইন শেষের পথে।
সুরাইয়া পারভীন
করোনা মহামারী কেটে গিয়ে
জয়, জয় হোক ভালোবাসার।
আমার হাতে হাত রেখে পথ চলা হোক।
চমৎকার লিখেছেন ভাইয়া
সুরাইয়া পারভীন
আবার*