আজ তার জন্মদিন। মহা আকাইম্মা ব্যস্ততাতেও কিছু লিখতে বসেছি। যদিও বুঝতে পারছিনা কি লিখবো তাকে নিয়ে। পাক্কা ৩৫ মিনিট ধরে বসে থাকার পরেও একটা লাইন লিখতে পারছিনা। তাকে নিয়ে আসলে আমার কিছু লেখারও নেই, বেশিরভাগ সময় শুধু ঝগড়া করেই গেছে আমাদের। (এতো ঝগড়া মানুষ করতে পারে! আমার মতো শান্তশিষ্ট মানুষের সাথে কেউ ঝগড়া করে কি করে কে জানে !!) কার জন্মদিনের পোস্ট চুরি করে এনে বসিয়ে দেব, ফন্দি আঁটছি। চুরির জন্য সুদূর চীনদেশে যেতে হলেও যাওয়া উচিৎ, আমাকে অবশ্য খুব বেশি দূর যেতে হচ্ছেনা। যার জন্মদিন তার ঘর থেকেই চুরি করবো ঠিক করলাম। আমার অনেক বুদ্ধি না?
যতদূরেই যান, ধীরে ধীরে কিংবা দৌড়ে, সব পালকের গোনাগুনি শূন্যে এসেই শেষ হবে।
ট্রেনে চেপে বসেই আছি। সবার গন্তব্য এক, তাই মাঝে কোন স্টেশন নেই, নেই কোন থামাথামি, জীবন ট্রেন চলছেই তো চলছে। বলি ট্রেন মাস্টার ট্রেন কখন থামবে? স্বপ্নের ট্রেন মাষ্টার স্বপ্ন দেখিয়ে কোথায় যে পালালো, আমাদের শুধুই অপেক্ষা, একটি দূর্ঘটনার--
এক জীবনে এত স্মৃতি, এত মানুষ থাকে সবার!! আর সে কিনা কথা বলে পাখির সাথে! ক্যাম্নে কি? ঝড়বৃষ্টিতে বারান্দা ছেড়ে কোথায় পালায় কে জানে।
স্বপ্নরা খসে যাওয়া তারার মতো ইচ্ছে নিয়ে গায়েব হয়, খুঁজে পেতে গহীন ছুটে আজো কেউ কেউ বিষয় গুনে ফেরে। অবিশ্বাসীরা হিসাবের বাইরেই স্বপ্ন দেখে, কেউ কেউ--
কেউ তো জানবে। হয়তো বৃক্ষের পাতা, ডাল কথা বলবে, হয়তো বলবে পাখিরা। কেউ না জানলেও ছায়ারা ঠিক জানবে এ কার ছায়া।
বাঁধা পড়েই আবার বাঁধতে চায়, তাও আবার নিজেকেই, এ কোন সিস্টেম?
সম্পর্কের চার্জ দিতে হলে কোন কোম্পানির চার্জার কিনতে হবে গুরু?
সারারাত স্থির কাঁপে জল,
ডুবন্ত খোলা দুপায়ে ঝমঝম করে সুর বাজায় প্রিয় অপেক্ষা
রঙিন বৃষ্টির দাবানলে পুড়ে খাঁক হয়ে নিশ্চুপতা,
অগুনিত স্বাক্ষরে শুধুই মুগ্ধতা।
প্রিয় জিসান ভাইয়া, পৃথিবীর সবটুকু আনন্দ আপনার হোক। সেখান থেকে আমি কিছু চুরি করে আনতেও পারি, সামলে রাখবেন। কিছুই দেয়া হলোনা আপনাকে। কাছাকাছি থাকলে আমার সুমিষ্ট, সুমধুর কন্ঠে আপনাকে একটি গান শুনিয়ে ধন্য করে দিতাম। কিন্তু এ যাত্রা বেঁচে গেলেন। প্রিয় এই গানটি আপনার জন্যে--- (গানের ভিডিওটির ছবিগুলো আপনার চেনা চেনা লাগতে পারে, তাই বলে আবার বলবেন না যেন এগুলো আপনার তোলা :p )
তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশ টা ছুঁই-----
Thumbnails managed by ThumbPress
৭৩টি মন্তব্য
আবু খায়ের আনিছ
শুভ জন্মদিন ভাইয়া। -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
শুভেচ্ছা পৌঁছে দিলাম আনিছ ভাইয়া, ভালো থেকো। -{@
সাঞ্জনা চৌধুরী জুঁথী
চুরি করেও কত সুন্দর করে লিখে গেলেন।চুরি করতে গেলেও যে কত বুদ্ধি লাগে, আজ বেশ ভালো করেই জানলাম। অনেক মুগ্ধতা আপনার জন্য আর শ্রদ্ধেয় জিসান ভাইয়ের জন্য দীর্ঘ সুস্থ্য জীবন কামনা করি 😀 -{@
শুন্য শুন্যালয়
স্টাডি বলে সব অপকর্মের হোতা রা নাকি বেশি বুদ্ধিমান 😀
চুরি করেও শাস্তি না পাওয়ার মজাই আলাদা। এখন তো আরো আরো চুরি করবো \|/
অনেক ধন্যবাদ জুঁথী আপু। খুব ভালো থাকবেন।
অরুনি মায়া
জন্মদিনের এমন উপহার পেলে তা সার্থক না হয়ে আর যায়না | অনেক সুন্দর উপহার শুন্যাপু | তুমি দেখি আমার শিষ্যের ভালমত পোস্টমর্টাম করেছ | তন্নতন্ন করে একাকার করে ফেলেছ | 🙂
দেখগে খুশিতে এতক্ষণ লাফাচ্ছে :p
শুভ জন্মদিন শিষ্য ভাইয়া -{@
ভালবাসা নিও শুন্যাপু কোথাকার (3
শুন্য শুন্যালয়
পোস্ট গুলোর মর্টেম করেছি, :D)
লাফালাফি করছে নাকি? যাই দেখি আসি তুমি যখন বলছো। এতো সুন্দর মন্তব্য পেয়ে আমিও নাচছি \|/
ভালোবাসা নিও রাজকন্যা (3
তানজির খান
শুভ জন্মদিন জিসান ভাইয়া
শুন্য শুন্যালয়
ধন্যবাদ তানজির।
ভোরের শিশির
এই জন্যেই তুমি হলে শুন্যাপু। শুন্য হতে পূর্ণ করো 😀
কিছুই লিখতে পারছোনা বলে যেভাবে জানালে!!!
শুভ জন্মদিন জিসান ভাইয়া 😀 আপনাকে এর চেয়ে বেশী কিছু বলে জানানোর মতো অভিজ্ঞতা থাকলেও তা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না 😀
সব সময় হাসিখুশী আনন্দে আমাদের পাশে আমাদেরকে উজ্জীবিত করুন 😀
শুন্য শুন্যালয়
কিছুতো আসলেই লিখতে পারিনি দাদাভাই। ভাইয়ার লেখাগুলোর উত্তর দিয়েছি, মনমতো হয়নি একদম। কিছুটা তার ভালো লাগলেই আমি খুশি।
যেভাবে শুভেচ্ছা জানিয়েছিস সেটাই বড় শুভেচ্ছা। তোর মতো আমিও চাই চিরসবুজ মানুষটি এভাবেই হাসি আনন্দে আমাদের পাশে থাকুক।
ভালো থাকিস গাব্দু।
ভোরের শিশির
যাই লিখেছো তাও বা কি কিছুতে কম!!! না কম না বেশী, শুভেচ্ছা জানিয়েছো মনখুশী 😀
আমরা সবাই চাই উনি এমনই থাকুক।
ভাল থেকো গোলগাপ্পা শুন্যাপু 😀
শুন্য শুন্যালয়
অবশ্যই কম না, কত্তকিছু দিলাম। 😀 সবার উপরে মন থেকে শুভকামনা।
তুইও ভালো থাকিস মটু গাব্দু। -{@
ভোরের শিশির
:D) এইবার জিসান ভাইয়াকে বাগে পেয়ে নেই। একেবারে সুদে আসলে ট্রিট আদায় করে ছাড়বো 😀
শুন্য শুন্যালয়
আমার হয়েও কিছু আদায় করিস।
ভোরের শিশির
হিহিহিই… আমরা দুই গোলগাপ্পা আর গাব্দুগুব্দু মিলে আদায় করলে বাকিরা দুর্ভিক্ষের কবলে যাবে :p
শুন্য শুন্যালয়
বাঁকিদের কথা ভেবে আর কতো ছাঁট দেব? দুনিয়াটাই এখন চরম স্বার্থপর। আমি তুই অন্যের কথা ভাবলে চিকনা হয়ে যাব।
ভোরের শিশির
হেহেহেহেহেহ… আমাদের এই আদায়ের কথা শুনে না জানি জিসান ভাই কতো শিকিয়ে যাবে :p
স্বার্থ আবার কার পর? :p
শুন্য শুন্যালয়
জিসান ভাই দিলদরিয়া মানুষ। এতো সহজে শুকাবেনা মনে হয়। ভূরির ওজন মাশাল্লাহ।
নতুন পোস্ট দে দাদাভাই। অনেকদিন লিখিস না কিছু। পরে এসে পড়তেছি। দিয়ে ফেল ঝটপট।
ভোরের শিশির
যা পোস্ট করতে ইচ্ছে করছে তা পোস্টাইলে আমাকে দেয়ালের সাথে মডু মিশিয়ে দেয়ালিকা বানিয়ে ছাড়বে :p
শুন্য শুন্যালয়
হুম। সোনেলা এখন সবার ব্যাক্তিগত আক্রমনের জায়গা হয়ে গেছে। টায়ার্ড লাগছে। ব্লগার হতে পারিনি আসলে।
ভোরের শিশির
ফেবু হতে নিজের মন উঠিয়ে নিয়েছি ব্যক্তিগত আক্রমণ-প্রতি আক্রমণ আর সহনশীলতার অভাব দেখে।
সোনেলায় ডুবেছিলাম। বুঝলাম আমি আদতে ব্লগার নই তো বটেই বরং ব্লগারদের অপছন্দ করার যে কারণগুলোকে তাড়াতে চেষ্টা করেছি সেটাই ফিরে আসছে বারেবারে।
মূলত এইজন্যই এখন মন্তব্য ও পোস্ট দিতে অস্বস্তি হচ্ছে। কে কোথায় কিভাবে নিয়ে নিচ্ছে যা ভেবেই অবাক হচ্ছি…
নীলাঞ্জনা নীলা
আরে নীতেশদা দিয়েই ফেলুন। লু হাওয়ার পাশে মাইনাস ডিগ্রীও থাকে। এই যে দেখুন না আজকাল আপনি আমার খুব কম পোষ্টে যান, তাতে কি! আমি কিন্তু আপনার মন্তব্যে ঠিকই আসি। আসবোও। কারণ খোঁচাতে মজা পাই। 😀 \|/
আর পোষ্ট দিলে তো কথাই নেই, যদি তখন অন থাকি প্রথম মন্তব্য আমি-ই করবো। 😀
মেঘলা আকাশ
জিসান ভাইয়া শুভ জন্মদিনের শুভেচ্ছা নিবেন
শুন্য শুন্যালয়
ভাইয়াকে শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ মেঘলা আকাশ।
অনিকেত নন্দিনী
আমি তো এমন আকাইম্যা যে চুরিও করতে পারিনা। চুরি করতে পারি নাই দেইখ্যা কোনো পোস্টও দেই নাই। ;(
তাই বলে কি কিছুই বলবোনা? অবশ্যই বলবো।
এই যে বুড়োখোকা, শুভ জন্মদিন। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা দিলাম।
(3 (3 (3 -{@ -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
পোস্ট নয় অনিকেত আপু, শুভকামনা টাই সবচাইতে বড়। আমার প্রিয় এই ভাইয়াটার জন্য সবসময় এমন শুভকামনা রাখবেন।
ভালো থাকবেন আপু। -{@
ছাইরাছ হেলাল
চুরি যদি এমন হয়, সে চুরিও ভাল। তবে সবাই যে চোর হতে বা চুরি করতে পারে না,
সেটার জন্য ও যে যোগ্যতা লাগে সে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন।
চীন-চুন দেশে যাওয়া লাগবে বলে মনে হয় না, এখানে আপনি বা আপনাদের যে রং বে রং এর রত্নরাশির ছড়াছড়ি তা
দেখাই চোখ শান্তি, চোখ শাণ দেয়ার সাহস খুঁজে পাচ্ছি না।
আর মন্তব্য কোথা থেকে শুরু করে কোন শূন্যে মিলাব তার নিকেশের হিসাব করে এগুতে পারছি না।
আপনার জিসান ভাইয়াকে আমাদের হয়ে হিপি বাড্ডে জানাবেন।
আর কেক-কুকের ব্যবুস্থা নিবেন আশা রাখি।
আজ এ পর্যন্ত ই, খুদাপেজ।
শুন্য শুন্যালয়
চুরির জন্য যোগ্যতা লাগে অবশ্যই তবে যার নিজ গোলা ভর্তি তাদের তো আর অন্যের ঘরে হানা দেয়া লাগেনা। কোন দুক্ষে গরীব দুখী অন্যের বাড়ি চুরি করে সে আপনি বুঝবেন নাগো 🙁
আবার রং? আচ্ছা যাক এ রং সে রং না মনে হচ্ছে। চোখে শান না দিলেও আঙ্গুলে যে নিয়মিত শান দিচ্ছেন তা টের পাচ্ছি। মন্তব্যে অমৃত গলে গলে পড়ছে। রত্নরাশি দেখেও শান্তি, আমি আমরাও তা নিয়মিত দেখি অযুত বার।
আমার জিসান ভাই সারাদিন আমারে ফালাইয়া একা একা কেক কাটছে, শুনেছি নন্দলালকে কাছ ছাড়া করেনি। আপনারা বেজায় কেপ্পন। 🙁
মেহেরী তাজ
আপনিও দেখি চুরি করা শিখে গেছেন!
চুরি বাটপারি থেকে ভালো কিছু হলে সেগুলা ভালো!
শুভ জন্মদিন দাদা! -{@ -{@
শুন্য শুন্যালয়
সংগদোষে মানুষ কতকিছু শেখে এতো শুধু চুরি 🙂 শুভেচ্ছা পৌঁছে দিলাম রে পিচ্চি ভূত (3
মরুভূমির জলদস্যু
জন্ম দিনের শুভেচ্ছা
শুন্য শুন্যালয়
ধন্যবাদ দস্যু ভাই আপনাকে।
ব্লগার সজীব
শুভ জন্মদিন জিসান ভাইয়া -{@
জানিয়ে চুরি করা!! এটি তো ডাকাতি,চুরি নয়।ডাকাতরা ঘোষনা দিয়ে নিয়ে নেয়।কত কি যে ডাকাতি করেছেন তা বুঝাই যাচ্ছে।জিসান ভাইয়ার ছবি নিয়ে ভিডিও বানিয়েছেন।জিসান ভাইয়ার এলবামে আমি কোন ছবিই তো দেখিনা।চুরি বিদ্যা শিখতে চাই 🙂 আপু অনেক কষ্ট করেছেন পোষ্টে।আপনাকেও শুভেচ্ছা -{@
শুন্য শুন্যালয়
তাহলে চুরি কেন একবারে ডাকাতি বিদ্যাই শিখুন। হুম অনেক কিছুই করেছি দেখা অদেখায়। কষ্ট নয়, এগুলো আনন্দ নিয়ে করা। জিসান ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। এবার তাকেই ধরুন জন্মদিন কেমন গেলো তার পোস্ট দিতে। আপনি তো লিখিয়ে নিতে জানেন 🙂 -{@
ব্লগার সজীব
ফেইসবুকে দেখলাম জন্মদিন নিয়ে একটি ফটো পোষ্ট দিয়েছেন,সোনেলার জন্য নিশ্চয়ই কিছু লিখবেন।জন্মদিন নিয়ে আপনার আমার মন্তব্য দেখবেন তিনি জানি। পোষ্টের অপেক্ষায় আছি।আপনার নিজের জন্মদিন নিয়ে কিছু লিখলেন না যে :p
শুন্য শুন্যালয়
আমার জন্মদিনের নিয়ে লেখার কথা এখন জিজ্ঞেস করছেন? পরের বছর করতেন।
জিসান ভাই এমন অপেক্ষার লিস্ট অনেকই বানিয়ে রেখেছেন, তাই নাই ভরসা। অবশ্য আপনার কথা আলাদা। :p
ব্লগার সজীব
লিখে ফেলুন আপু।আপনার লেখার অপেক্ষায় থাকি আমি,কত ভালো আর মায়া থাকে আপনার লেখায় 🙂 আমি ধরলে জিসান ভাইয়া লেখা দিবেনই দিবেন :p
ছাইরাছ হেলাল
অগুনতির এ মুগ্ধতা আমাদের ছুঁয়ে যায় অঝোর এ রংয়ের বন্যায়।
আপনার এমন উচ্ছল আনন্দের দিনে লেখার এ অস্থিরতা নিঃশব্দ হয়েই মেনে নিচ্ছি।
এবারে নিজের কণ্ঠের গান শুনিয়ে দিন।
শুন্য শুন্যালয়
পাকা লেখক আর মনোযোগী পাঠকের নজর থেকে কিছুই এড়ায় না। হুম লেখাগুলো অস্থিরতা নিয়েই। সময়ের দোষ দেবোনা, না পারাটাই দায়ী। শুভকামনা আছে থাকবে তার জন্যে ঢের, সে যেভাবেই হোক না।
আমার গান? সোনেলা থেকে সবাইকে ভাগিয়ে কি লাভ? 🙂
গান কিন্তু আপনার কাছ থেকে শোনাও পাওনা আছে ভাউ, ভুলিনি কিছুই। 🙂
জিসান শা ইকরাম
প্রথমেই আপত্তি,আমি ঝগড়া করলাম কোথায়?ব্লগের কোথাও এর প্রমান থাকলে দিন তো 🙂
কি লিখবেন ভেবে পাচ্ছিলেন না? এই লেখায় রঙিন লেখার উত্তর গুলো কে লিখলো শুনি
কি করেছেন আপনি! আমার লেখা গুলো থেকে এসব নিয়ে আসলেন
আমার নিজেরই তো মনে নেই এসব আমি কোন কোন পোষ্টে লিখেছি
আমার লেখার অংশ নিয়ে এসে রঙিন ইমেজের মাঝে লেখা যুক্ত করা
আমার তোলা এত ছবি আপনি পেলেন কিভাবে? এত ছবি আমি তুলেছি আমারই তো মনে নেই
এরপরে ছবি,আমার লেখার অংশ দিয়ে ভিডিও বানিয়ে তা আপলোড করা
কতদিন লেগেছে আপনার এই পোষ্ট লিখতে কে জানে!
[ ছবিতে ” জল ”এর প্রতি আমার মুগ্ধতা আছে- এটি নিশ্চয়ই বুঝেছেন ]
গানটি নিজে গাইলেই পারতেন 🙂
আপনার এই পোষ্টে আমাকে আবার মুগ্ধতায় গ্রাস করেছে শুন্য
জন্মদিনে এমন উপহার পেয়ে সত্যি আমার ভালো লাগছে
অনেক অনেক কৃতজ্ঞতা
শুভ কামনা রাশি রাশি -{@
আমার মন্তব্যে নিজেই সন্তষ্ট হতে পারলাম না
আবার আসতে হবে।
শুন্য শুন্যালয়
উকিলের মতো প্রমাণ চাচ্ছেন এতেই বোঝা যায় আপনি ঝগড়াইট্টা 😀
আপনার লেখাগুলোর যথাযথ উত্তর আমি দিতে পারিনি, হতে পারে আমি পারিনি কিংবা হতে পারে আপনার লেখাগুলোই এতো অসাধারণ যে এর উত্তর দেয়া সম্ভব না।
ছবিগুলো কোন এক সময় বিভিন্ন এলব্যাম এ দেখেছি, যখন দেখেছিলাম তখনই ভালো লেগেছিল বলে খুঁজতে কষ্ট হয়নি। আপনার নিজের মনে না থাকাই আমার জন্য লাভজনক হয়েছে। হোপ আপনার ভালো লেগেছে।
ভিডিও করতে খুব একটা কষ্ট হয়নি, করেছি আগে আরো দু একটা। জলের ছবি আপনার অসংখ্য ছিলো কোনটা ছেড়ে কোনটা নিই অবস্থা। তা জলের প্রতি আপনার প্রেম আর মুগ্ধতা আমরা কিন্তু প্রায় লেখাতেই খুঁজে পাই। ছবিগুলো অনন্য সুন্দর জিসান ভাইয়া।
আমার গান শোনাবো কোন একদিন। শর্ত হচ্ছে, পুরোটা শুনতে হবে 🙂
আপনার মন্তব্য পেয়ে আপনার ভালো লাগা আমি টের পেয়েছি। ভালো থাকবেন প্রিয় ভাইয়া। জন্মদিনের আনন্দে থাকুন সারাবছর। (3 -{@
নাসির সারওয়ার
কিছুদিন আগে আমার মোবাইলটা খুব অভিনব কায়দায় চলন্ত সিএনজি থেকে চুরি হোল। এখনো ভাবি কত মেধা এবং ট্রেনিং থাকলে এটা করা সম্ভব। আজ এই লেখাটা আমাকে একদম থামিয়ে দিয়েছে। কি করে সম্ভব! চুরি বিদ্যা যে মহা বিদ্যা, এ তার একটা মহা উদাহরণ। এই মেধার সামন্ন্য কিছু যদি আমার থাকতো, এতদিনে নির্ঘাত কবি হয়ে যেতাম।
যদি একটু আশীর্বাদ দিতেন, বড়ই কৃতজ্ঞ হতাম।
জন্মদিনের শুভেচ্ছা আপনার জিসান ভাইয়ার জন্য।
শুন্য শুন্যালয়
আপনার মতো নিজবিদ্যা কিছু থাকলে কি আর চুরি করতে যেতে হতো? 🙁 জীবনে দুইটাই আফসোস, গিটার আর ফটোগ্রাফি। আপনি তো গিটার পারেন, আমি পারিনা 🙁
কবি কিনা তা ঝট পট পটাশ কএক ছত্র নামিয়ে নিতেই বুঝতে পেরেছি ভাইয়ো, ওসব মিছে কথা বলে ফায়দা নাই। জলদি কবিতা দিন কখানা। অনেক তো অপেক্ষা করালেন।
মোবাইল চুরির টেকনিক আবার শিখতে যাবেন না যেন। আশির্বাদ করছি, চুরি নয় নিজ ঘর পরিপূর্ন হোক মনিমুক্তায়।
আমার জিসান ভাইয়াকে শুভেচ্চাহ পৌঁছে দিলাম, কিন্তু তিনি এত শুভেচ্ছা কোথায় জমালেন জানতে পারিনি। 🙁
ভালো থাকবেন ভাইয়া। -{@
নাসির সারওয়ার
কি যে বলেন আপুনি। ফটোগ্রাফি অনেক কঠিন ব্যাপার। অন্য কাউকে দড়িয়ে দিতে হবে মনে হচ্ছে। আর গীটার, এক্কেবারে জলবত তরলং। একদিনেই আপনি শিখে যাবেন, আমি আছি না যে কোন কাজেই লাগবেনা।
দেখুন, কবিতা চর্চা শুরু করেছি মন্তব্য আকারে। আপাতত ওখানেই থাকি, সাহসটা একটু উন্নতি পাক।
মোবাইল চুরির টেকনিকটা আসলেই বেশ অবিনব।
আপনার জিসান ভাইয়া শুভেচ্ছাগুলো নিশ্চিত সুগন্থা নদীতে বিসর্জন দেবেন।
অনেক ভালো থাকুন আপুনি!
শুন্য শুন্যালয়
আরে ভাইয়া, আপনি কি সাহস উন্নতি করবেন? আপনি শুধু কবিতা পোস্ট দিয়ে দেবেন, আমরা সাহস সঞ্চয় করে পড়ে ফেলবোনে 🙂
আপনি যখন ভরসা দিচ্ছেন আপনি কাজেই লাগবেন না, তখন গিটার হাতে নেয়াই যায়। একদিন না হয় একদিন তার থেকে শব্দ কিছু বের হবেই।
মোবাইল, ছিনতাইকারীদের থেকে আসলে অনেক ক্রিয়েটিভ কিছু শেখার আছে। catch me if u can এর মতো তাদের কাজে লাগানোও যেতে পারে, সিরিয়াসলি বলছি।
জিসান ভাইয়া, শুভেচ্ছা নদীতে বিসর্জন দিয়ে এখন মাঝি হয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হয়।
আপনিও অনেক ভালো থাকবেন ভাইয়া।
নীলাঞ্জনা নীলা
কি বলবো? কি-ইবা লিখবো? শুন্য আপুর প্রতিভা এবং সৃজনী শক্তির কাছে মাথা নোয়াতে হয়। জন্মদিনের শুভেচ্ছা জানানো কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা, কে কেমন ভাবে জানালো। এমন জানানোকেই শৈল্পিক সৌন্দর্য হিসেবে দেখি আমি। “শুভ জন্মদিন” এই দুটি শব্দ বিশাল। মন থেকে জানানোর এই যে কারুকাজ তুমি দেখালে আপু, এর জন্যে তোমাকে একটা পুরষ্কার দিতেই হয়। দেবো। ঠিক পাবে, অপেক্ষায় থেকো। -{@ (3
আর নানা তোমার কতো ভালো ভাগ্য, এমন একজন বন্ধু তোমার আছে, যে তোমাকে এভাবে শুভেচ্ছা জানায়। এমন শুভেচ্ছাকে যত্ন দিও ভালোবেসে, সম্মানের সাথে। শুভ জন্মদিন আমার বুইড়া নানা। -{@
শুন্য শুন্যালয়
জানানো নয় আপু, কতোটা শুভকামনা মন থেকে করছি সেটাই সবচাইতে বড়। আর আমি জানি, তুমি কতোটা তার জন্যে করো। তোমার মন্তব্য আমাকে ভাসিয়ে দেয় আপু, বিশ্বাস করি এতে প্রান থাকে, তোমার প্রানের মতই। প্রতিভা নয় আপু, আমি আকাইম্মা কাজে আনন্দ পাই বেশি।
তোমার নানাতো অবশ্যই ভাগ্যবান, এমন রুপ আর গুণবতী নাত্নী আছে তার। 🙂
তোমার এমন মিষ্টি মন্তব্যই আমার পুরষ্কার নীলাপু। (3 -{@
ভালো থেকো, আমাদেরও ভালো রেখো।
নীলাঞ্জনা নীলা
আকাইম্মা কাজ যদি এমন হয়, আরোও আকাইম্মা কাজ করো আপু। আমার পরাণ তো তুমি নিয়ে গেছো। ফিরিয়ে দাও ওগো শুন্য আপু। (3 -{@
রূপবতীর অবস্থা সুবিধার নাই গো। আর গুণের চোটে সবাই পালায়। ;(
আপু গো ভালো থেকে ভালো রেখো। অন্তহীন ভালোবাসা নয়, ভালো ভালোবাসা পাও। (3 -{@
শুন্য শুন্যালয়
তোমার গুনে লাভা আছে, তাই সবাই পালায়। 😀
আমিতো চুরি করি ফেলে রাখা জিনিস, তা তুমি পরান কি রোদে শুকাইতে দিছিলা? নাহ তোমার পরান চুরি করে ভেজালে পড়তে রাজিনা। বহুত মানুষ পিছে লাগবো, থাউক।
ভালো থেকো নীলাপু। -{@
মোঃ মজিবর রহমান
প্রিয় জিসান ভাইয়া, পৃথিবীর সবটুকু আনন্দ আপনার হোক।
জন্মদিনে এমন শুভেচ্ছা জিসান ভাইয়া!
কিভাবে স্বারিব
কিভাবে জানাব
ভাষা পালাইছে আমা হতে।
শুভজন্মদিন ভাইয়া।
শুন্য শুন্যালয়
মজিবর ভাইয়া, মন্তব্য বা লেখায় মানুষ দেখা যায় কিনা কে জানে, তবে আমি আপনাকে দেখতে পাই। শ্রদ্ধা আপনাআপনি চলে আসে। অনেক ভালো থাকুন ভাইয়া। জিসান ভাইয়া কে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। -{@
নূরু
-{@ -{@ শুভ জন্মদিন -{@ -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপনাকে।
শুভ মালাকার
আমার অল্প কিছুদিন হল “সোনেলায়” আসার। তার মধ্যে সোনেলা পরিবারের সকল “শ্রদ্ধেয়ভাজন” দের সাথে পরিচিত হতে শুরু করেছি। ইতিমধ্যে পরিচিত হওয়া ব্যাক্তিতের মধ্যে “জিসান ভাইয়া” র নামটি আমার বেশি সংখ্যক বার আমার মনে পরেছে। কিন্তু কেন জানি না?
আমি চাই “জিসান ভাইয়ার” নামটি আমার আজীবনের জন্য মনে থাকুক। কখনো যেন ভুলে না যাই। উনার যেন প্রিয় হতে পারি।
আর যিনি এই পোস্টটি লিখেছেন অর্থাৎ “শুন্য শুন্যালয়” আপনার প্রতি আমার শ্রদ্ধা জানবেন।
আর শুনেন, আপনি কিন্তু অনেক বড় একটা পাঠ দান করলেন!
জিসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।
আপনার প্রতি শুভ কামনা রইল।
শুন্য শুন্যালয়
শুভ আপনাকে অনেক ধন্যবাদ। জিসান ভাই আমাদের সবারই অনেক শ্রদ্ধাভাজন।
আপনার পোস্টে আমার যাওয়া হয়নি হয়তো এখনো সময়ের অভাবে, তবে শুভাষিস জানবেন। ভালো থাকবেন। সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
স্বপ্ন
একদিন বিলম্ব হয়ে গিয়েছে আপু শুভেচ্ছা জানাতে।শুভ জন্মদিন জিসান ভাইয়া -{@ আপু এত ভালো একটি পোষ্ট দিলেন এজন্য আপনাকেও শুভেচ্ছা।আচ্ছা খাবার দাবারের কি হবে তা কিন্তু আপনি বলেননি।জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করলেন আপনি,খাবার আপনিই দিবেন 🙂
শুন্য শুন্যালয়
দেশে আসলে আমার বাড়ী আপনাদের সবার দাওয়াত রইলো। আমি তার মতো কিপ্টুস নই, খাওয়াবো নিশ্চয়ই। ভালো থাকবেন স্বপ্ন।
জিসান শা ইকরাম
আমি ঝগড়াটে, আমি কিপটুস!!
আর কি কি মহা গুন আছে আমার তা যদি একটু বলতেন তাহলে গিবনটা ধৈন্য হইয়া যাইত ^:^
শুন্য শুন্যালয়
আপনার গিবন ধৈন্য করার জন্য ফুল ভার্সন লাগপে ভাউ, এতো এতো গুনের কথা শুনে লোকে আপনাকে হিংসা করুক তা চাইনা। :p
মারজানা ফেরদৌস রুবা
প্রথম কথা আমি দুদিন ব্লগে আসিই নি। এসে শুন্যের পোস্টটিতেই ঢুঁ মেরে
প্রিয় জিসান ভাইকে নিয়ে এতো সুন্দর একটি পোস্ট দেখে ভাবছি শুন্য তাঁর শুন্যালয় থেকে এতো ভালোবাসায় ভরপুর একটি পোস্ট কেমন করে দিলো! এতো শৈল্পিক সৌন্দর্য আর সৃজনশীলতায় ভরপুর! চুরিডাকাতি বিষয় না, বিষয় হলো ভালোবাসা।
ভালোবাসা প্রকাশের ধরণ দেখেই বুঝা যাচ্ছে, ভাব প্রকাশে প্রচুর শ্রম দিয়েছেন। সেজন্য অনেক অনেক ধন্যবাদ জিসান ভাইয়ের হয়ে। যদিও দেখতে পাচ্ছি ইতোমধ্যে জিসানভাই মন্তব্যও করেছেন।
পরিশেষে জিসানভাইকে আবারও শুভেচ্ছা সোনেলা’র মাধ্যমে।
শুন্য শুন্যালয়
রুবা আপু, কি বলবো আপনার মন্তব্যে? আসলে প্রকাশটা বরাবরই আমাদের কিছু অংশমাত্র, পুরোটা ভেতরের ব্যাপার। জিসান ভাইয়ার জন্য আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই আকাশ সমান, এর সামান্য একটু অংশ প্রকাশ করার চেষ্টা করেছি, মজার ছলে, আনন্দ নিয়ে। শ্রম কোন ব্যাপারই না। আপনার মন্তব্য আমাকে ভীষন আনন্দ দিলো আপু। দুদিন ব্লগে না এলেও সুদে-আসলে মিটিয়ে দিয়েছেন 🙂
ভাইয়ার জন্য অনেক শুভেচ্ছা জন্মদিনের। ভালো থাকবেন আপু।
জিসান শা ইকরাম
ইচ্ছে ছিল যারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে তাঁদের মন্তব্যের মাঝে ধন্যবাদ জানাতে
নেট এর যা স্পীড আমার তাতে কতদিন লেগে যায় এই আশংকায় এখানেই ধন্যবাদ পর্ব সমাধা করি।
সবার আন্তরিক ভালোবাসা,শ্রদ্ধায় সিক্ত আমি
এই শ্রদ্ধা এবং ভালোবাসার কোন প্রতিদান হয়না
সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা -{@ (3
শুন্য শুন্যালয়
সবার কাছ থেকে পাওয়া শুভেচ্ছা আপনাকে পৌঁছে দিয়েছি, এবার দেখি আপনার ধন্যবাদ সবাইকে পৌঁছে দিতে হবে।
কি আর করার, নেট আমাদের প্রচুর কর্মঠ করে তুলছে। 🙂
আপনার জন্যেও অনেক শুভকামনা ভাইয়া।
(3 -{@
জিসান শা ইকরাম
আমি নিজে যা লেখি তা আমার কাছেই তেমন ভালো লাগে না।কোনো পরিকল্পনা বাদেই লিখে ফেলি ব্লগে এরপর ঝট করে পোষ্ট।আমার লেখার মান নিয়ে আর কথা না বলি।তারপরেও এত অলেখার মাঝেও কিছু লেখা আমার কাছে কিছুটা ভালো লাগে।যে কটি অলেখার অংশ নিয়ে এলেন আপনি পোষ্টে, আমি অবাক হয়ে দেখলাম, এসবই আমার আছে কিছুটা ভালো লাগা লেখা।আমি নিশ্চিত আপনার প্রচুর কষ্ট করতে হয়েছে এসব খুঁজে পেতে।আর একটি গুন আপনার আছে,আপনি সবার লেখা মন দিয়ে পড়েন,আপনার স্মৃতি শক্তি অনেক ভালো। ঠিকই খুঁজে আনলেন লেখাগুলো।
এই পোষ্ট দেখার পরে একটি কথা স্বীকার করতেই হয়,আপনি আমার ব্যবচ্ছেদ টা ভালোই করেছেন।আপনি আমাকে বুঝেন। কৃতজ্ঞতা আপনার প্রতি।
জলকে মুগ্ধতা ছুঁয়ে যায়ই
এটিও আপনি খুঁজে পেয়েছেন
আন্তরিক শুভেচ্ছা সহ ধন্যবাদ আপনাকে -{@
শুন্য শুন্যালয়
আপনার এগুলো যদি অলেখা হয় তবে বলবো আপনার অলেখার ভক্ত আমি বরাবরই। আপনার লেখায় আমি কোন কৃত্তিমতা খুঁজে পাইনা। লেখার আরো কিছু অংশ এনেছিলাম, পোস্ট বড় হয়ে যাওয়ার বাদ দিতে হয়েছে। ইচ্ছে ছিলো, ছবিগুলো এড করে দেই পোস্টে, ভাবলাম মডুরা যদি আমাকে একই দিনে দুইটা পোস্ট দেবার অনুমতি দিতো তাহলে বেশ হতো। আবার এও ভাবলাম, বসের জন্মদিনের পোস্ট পরপর দুইদিন দিলে কেমন হয়। একটি পোস্টের আত্মকাহিনী লিখবো নাকি!! 🙂
আমি আপনার মহাগুনের কথা বলছিলাম সবাইকে, আর আপনি আমার গুনের। এতেই প্রমানিত হয়, আপনি অনেক ভালো। 🙂 ব্যবচ্ছেদ ভালো পারলাম কই, কাটাকুটিতো শুরুই করিনাই 🙂
উহু, ধন্যবাদ দেয়া চলবেনা। আনন্দে থাকুন সবসময়। -{@
অপার্থিব
জানাতে দেরী হলেও ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সৃজনশীল চৌর্য বৃত্তি ময় সুন্দর পোস্টটি দেখে মুগ্ধ হলাম … এই ধরনের পোস্ট লিখতে লেখার দক্ষতার চেয়ে বড় যেটা লাগে তা হচ্ছে একটি অসাধারন হৃদয় …আর বেশি কিছু বলতে চাচ্ছি না …ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
অনেক কিছুই বলেছেন দুই লাইনে অপার্থিব। এর প্রতিমন্তব্য দিতে পারলাম না আসলে। ভাইয়াকে কিছুটা সামনে আনার চেষ্টা করেছি। ভালো থাকবেন খুব।
ছাইরাছ হেলাল
শুন্যাপুকোথাকার কে আগামীর শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
হা হা, এইতো সহি ওস্তাদের কাছে তালিম নিচ্ছেন। যাক পেলাম একটা শুভেচ্ছা। থাংকু থাংকু। 🙂 -{@
লীলাবতী
একেই বলে শৈল্পিক চুরি। শিখে রাখলাম কোন চুরি চুরি না :p জিসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা দেইনি আমি!! নিজের কাছেই অবাক লাগছে। জন্মদিন শুভ হোক জিসান ভাই। শুভেচ্ছার কোন দিন নেই, যে কোন সময়ই দেয়া যায়, তাইনা আপু? পোষ্ট দেয়ার আইডিয়া শিখতে হবে আপনার কাছে।
শুন্য শুন্যালয়
শুভেচ্ছার কোন দিন নাই, তবে জন্মদিনের শুভেচ্ছার দিন আছে। আপনার এইসব জারিজুরি চলবেনা। কোথায় কোন কাজে এতদিন ব্যস্ত ছিলেন, পই পই করে হিসাব চাই। :@
লীলাবতী
সমস্ত হিসেব একটি খাতায় লিখে রেখেছিলাম। হিসেবের খাতা কোথায় যে রাখলাম, খুঁজে পাচ্ছি না 🙁
শুন্য শুন্যালয়
খাতার সম্ভাব্য যায়গা গুলো কোথায় কোথায় হতে পারে, এই নিন আপনার পরের পোস্টের আইডিয়া।