মেঘমল্লার

নীলাঞ্জনা নীলা ২১ এপ্রিল ২০১৯, রবিবার, ১০:৪৫:০০পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

যার অপেক্ষায় ছিলাম এতোটা দিন
অবশেষে সে এলো,
ভিঁজতে, ভিঁজিয়ে দিতে আমায় এবং আমার শহর।
অগোছালো হয়ে ছিলো সব,
বরফ ভেঙ্গে গুটিয়ে নিচ্ছে ঋতুর তাবু
মেঘ তার আলখেল্লা খুলে উল্লাস করে উঠেছে আজ
কিন্নরী আলোড়ন, নীরব পথঘাট
একটা পাখী রাতের অন্ধকারকে জানান দিয়ে বাতাসে ঝাপটালো তার দীর্ঘ ডানা
পরিত্যক্ত সন্ধ্যেটা শুষ্ক, রুক্ষ, ধূলোময়লায় হচ্ছিলো জর্জরিত;
যে বৃষ্টিকে এতো এতো বার ডেকে ডেকে গেছি
তানপুরায় সুর তুলেছি মধ্যরাতের টোড়ী’তে
অবশেষে মেঘমল্লার বাজলো, আকাশ থেকে নেমে এলো লহরী মনকে রাঙাতে।

হ্যামিল্টন, কানাডা
২০ এপ্রিল, ২০১৯ ইং।

১১৩৬জন ৯১৮জন
16 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ