মিষ্টির সরোবর

ছাইরাছ হেলাল ১ আগস্ট ২০২১, রবিবার, ১২:৪০:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

 

স্বপ্ন হারানো আকাশ-জল আর কত-শত কাঁদবে
এবেলার অবেলায় ওবেলায়! বাঁধন ছেড়ার সময়ে,
অন্যত্রবাসী হয়ে, স্বভাব ভেঙ্গে, ইচ্ছে-পোড়ার দোহাই দিয়ে,
নীরবে নিভৃতে, মরুকরণের গল্প ভুলে;

সর্বক্ষণের শান্তি চমকের পূর্বাভাস চমকায় ঐ দূরাকাশে,
নির্জীব সবুজ পাতার আড়ালে, ফুলের দেশে বসে আছে
এক চাতক পাখি, নির্লিপ্ত প্রণালিতে;

অলিখিত প্রতীক্ষিত জলো-বৃষ্টি সে আসবেই,
উঁকি দেয়া সুখ স্নানে স্নানে, হাঁসফাঁস মেঘ
ঐ যে আসছে বৃষ্টি-কলস কাঁখে;

মেঘেদের বৃষ্টি ফোটায় ফোটায় নিজেকে খুলছে
দেন-মোহরের মিষ্টি বিতরণে, আদি সরোবরে;

গান ও ছবি নেটের।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ