মিঠাই রোদচশমা চোখে

মুহম্মদ মাসুদ ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৫:১৪:১১অপরাহ্ন গল্প ২৬ মন্তব্য

"শত শব্দের শত গল্প"

কাপড়চোপড় ছাঁদের রশ্মিতে টাঙিয়ে রোদের সাথে মশকারি করছি আর গান গাইছি - নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে...।

পাশের ফ্লাটের আন্টি বেলকনিতে দাঁড়িয়ে আমার দিকে তাকাতেই লজ্জায় চোখ আঁচলে ঢেকে চলে গেলো।
'সব দিয়ে যার সব কেড়ে নাও তারতো প্রাণে সয়না...।'
বেলকনিতে আন্টির মেয়ে এসেই চোখ মুখ ওড়নায় পেঁচিয়ে দৌড়ে চলে গেলো।
হাঁটিতেছিলাম হঠাৎ নিমাই ছাঁদে, 'কি রে বালতির…' বলেই থেমে গেলো।
'তোর কি হলো? এভাবে দেখছিস?
'তোর জাইঙ্গা কোথায়?'
দুহাতদিয়ে চেপে ধরে মেলানো গামছা পরে দীর্ঘশ্বাস ফেললাম।
নিমাই - 'কি করে হলো?'
'শীতের মধ্যে রোদটা এতো মিষ্টি লাগছিলো যে কখন যে পরনের জাইঙ্গা খুলে শুখাইতে দিছি আমি নিজেই জানিনা?'

ছবিঃ সংগৃহীত (ইন্টারনেট থেকে)

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ