মন

রেজওয়ানা কবির ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ১০:৪৬:৪০অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

মন!  উড়ে উড়ে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়।

মন! এখানে ওখানে জলছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে সব সপ্নগুলোকে চলে এড়ায়।

মনরে! মাঝে মাঝে মন নিয়ে অনেক চিন্তা করি,

কিন্তু কোন কুলকিনারা খুজে না পেয়ে একা একাই কাছিমের মত ভেবে মরি।

এই মন কখনো ভালো,

কখনো আবার মনের উপর রং বেরং এর আলতো প্রলেপ পরে হয়ে যায় কালো।

মন! মনের ভিতর একখানা বসত বাড়ি যে আছে, সেটা আর খালি চোখে দেখা যায় না।

মন! নিজেকে এমনভাবে লুকিয়ে রাখে, তার সেই বসতবাড়ির খোঁজ সে কাউকে দেখাতে চায় না।

মন!হাওয়ায়  ওড়ে যখন,মন কারন ছাড়া কাঁদে তখন।

মন!অকারণেই আনন্দে ঝলমল করে,

আবার এই মনের উপরই অকারণেই এত মেঘ জড়ো হয় যে,কখন যে সেই মেঘ থেকে বৃষ্টি ঝড়ে?

মন! কি যে চায় সে নিজেও জানে না।

হায়রে অবুঝ মন!  তবুও সে কখনো নিজের কাছে হেরে যায় সে নিজেও তা মানে না।

মন!তোমার কেন এত বাহানা?

মন!আর কেন এত কল্পনা,জ্বল্পনা?

কেনই বা এত ছলোনা? মন! খুঁজে পাই না তোর কুলকিনারা,

তুই হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াস তোর মত,,,

মন! যত দুঃখ, বেদনা,কষ্ট সব আঁকরে পড়ে থাকিস  তুই তোর নিজের ইচ্ছেমত।

ও মনরে! তুই আলতোভাবে ছুঁয়ে দিস, যখন,

বুকের ভিতর নিয়ন আলো হঠাৎ নিভে গিয়ে স্তব্ধ হয়ে যায়,শরীরটাও পাথর হয়ে যায় তখন।

ও মনরে,তুই চলিস তোরই মত,

সাধ্য কি আর বল তোকে পারি নাতো ফেরাতে,পারি নাতো রঙ্গিন রংএ সাজাতে আমার নিজের মত।

মন! ফিঁকে হওয়া রাতে শহরের সমস্ত কোলাহল যখন বন্ধ হয়,

যখন  অন্ধকারে শুধু জ্বোনাকিরা জ্বলে,তখনও তুই জেগে থাকিস।

আমি যত বোঝাই তোরে,যত ঘুম পাহাড়ের দেশে নিয়ে যেতে চাই,ঠিক তখনই তুই আবার তোর জগতে আবির মেখে ভাসতে থাকিস।

ও আমার মনরে! ভুলের হাওয়ায় গাঁ ভাসিয়ে যখন চলিস হুমায়ুন আহমেদের হিমুর মত,

তখন তোকে ফেরানোর জন্য হরেকরকম চেষ্টা করি মিসির আলির মত।

ও মনরে,কবে তুই বুঝবি?কবে তুই নিজের মত চলা বাদ দিয়ে ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখবি?

কবে তোর পুরোটা বুঝতে পারবো?

আর কবেই বা তোকে সঠিকভাবে,সঠিকসময়ে ব্যবহার করতে পারবো?

ও মন রে! তোর কাছে আমার অনেক প্রশ্ন জমা হয়ে আছে,

মন আয় না সব প্রশ্নের উত্তর দিয়ে থাক না আমার পাশে।

হায়রে আমার অবুঝ মন, তুই আর মাখিস না আবির,আর উড়াস না ঘরি এই নীল আকাশে,

এবার থাম,এবার বন্ধ কর তোর আতশবাতির খেলা,,

ও মনরে তোর স্বপ্নের জগতে ঘুরতে ঘুরতে কেটে যাচ্ছে আমার সারাবেলা।

মন, তোকে নিয়ে ভাবতে ভাবতে শরীর দিচ্ছে শিরশিরানি ডাঁক,

মন!  অনেকতো বোঝালাম,আর পারছি না,হয়তো পারবোও না তুই তোর  মতই তোর নিজস্ব গতিতে ছবি আকঁ।

ও মনরে! হলুদ হাওয়ায়,জোস্নার আলোতে তোর মতই তোকে ছেড়ে দিলাম,

তোকেতো বেঁধে রাখতে পারলাম না, তাই তোর চিন্তা থেকে নিজেকে আজ মুক্তি দিলাম।

ও মনরে, মুছে দিলাম তোর সাথে লেনাদেনা।

আর কখনো হবে না তোর সাথে হাসি, খুশি, আনন্দ, বেদনা,দুঃখ, সুখের বেঁচাকেনা।

মনরে!তুই ভালো থাকিস তোর মত।

আমি ভালো থাকবো আমার  মত।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ