মন্তব্য।

মোঃ মজিবর রহমান ২৯ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ০৯:৩৫:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

কবিতা বুঝে নিবে পাঠক তা মানি মনের আনন্দে বা মনের ব্যাথা বেদনা যখন পাঠকের তখন তো পাঠকই বুঝবে কবিতার ভাব , কবি নয়, তাই নই কি?

আমরা যারা নগন্য ক্ষুদ্র পাঠক কবি তার রংতুলিতেই আকবে , তার মনের মাধুরিই ফুটিয়ে তুলবে তাতেও সন্দেহ নেই , নেই কুচ পরোয়া।

চারা গাছে ফুল ফুটেছে ডাল ভেংগনা মালি ।

এই গানে ছাত্রাবস্থায় এক মুরুব্বি বলেছিলো। কিভাবে লিখল একটা বাচ্চা মেয়েকে মানে করে। আমি নিচু স্বরে বলেছিলাম আপনি এটা না ভেবে ভাবুন একজন মালি ফুল ফুটার আগেই তুলে টাকার লোভে বেচে দিল। না সে সেভাবে ভাবেনা। ভাবনা বিভিন্ন আসবে, আসতেই পারে।

লেখক লিখে তার মেধা খাটিয়ে আর প্রকাশক ব্যাবসার খাতিরে ব্যাবসা করে। পড়ুয়ারা কেনে বই। স্বাদ বিভিন্ন পাঠক তার মনের মত করেই সাজায়,  বোনে স্বপ্ন বা রংগিন হবার নেশায় উমত্ত হই এগোয় সামনে। লেখার স্বাদ কিন্তু পাঠকরাই হিয়ায় আস্বাদন বা ধারন করে।

আজ আর এটা নিয়ে লম্বা ভাবনা।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ