মধ্য রাতের ট্রেন

আরজু মুক্তা ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৬:৫৭:৪০অপরাহ্ন গল্প ১৬ মন্তব্য

ট্রেন চলতে ধরলে মনে হয় আর থামবে না। ট্রেনের সাথে দুলুনি, ঝকঝক আওয়াজ! পান, বিড়ি, সিগারেট ,দোতরার টুং টাং!

বিসিএস পরীক্ষা দেয়ার জন্য ঢাকা যাচ্ছি।সময় ২০০৩! বাসে মাথা ঘোরায়,বমি হয়। প্রথম ট্রেন ভ্রমণ ! একটু শিহরণ! আমার আবার যাত্রাপথে ঘুম ধরেনা। আব্বা গল্প করছেন! কিছুক্ষণ কারেন্ট নিউজ পড়ি, কিছুক্ষণ চোখ বন্ধ রাখি। আর আমি ভাবি কখন হুইসেল দিয়ে গাড়ি থামবে। এন্টারসিটি গুলো খুব কম স্টেশনে থামে। ভাবলাম, দুইটা বগির মাঝে যে জানালা থাকে ওখানে গিয়ে ঠাণ্ডা বাতাসে শীতল হই, সেই সাথে মনের মাঝে ডুব দেই।

রাতের ভ্রমণ করার মজাটাই আলাদা। চাঁদও সঙ্গ দেয়, একা মনে হয়না। বিলাসি জোসনা, ঐ দূরের প্যাঁচার ডাক। হাঁটুরের ঘরে ফেরা লণ্ঠন হাতে। উফ, অভাবনীয়।কখন যেনো চোখ বুজে এসেছিলো।

কে যেনো গলা দিয়ে খুশখুশ করে কাশি দিয়ে আমাকে জাগানোর চেষ্টা করছে।

চমকে.......আপনি?

আমি সজল।

তো?

বিসিএস দিতে যাচ্ছি !

হাসি দিয়ে বললাম, আমিও! কিন্তু

এখানে কেনো? এটা জানতে চাচ্ছেন ।

হুম।

ভালো লাগছেনা। সবাই কথা বলছে। এসে অবশ্য লাভ হলো। নীল জোসনায়, নীল পরীকে দেখা গেলো। আপনাকে হুমায়ুন স্যারের তিথির মতো লাগলো। অনেকক্ষণ চেয়েছিলাম।

ধ্যাৎ! কি যে বলেন।

সত্যি! এমন করে কখনো কারও দিকে দেখেনি। বাতাস আপনার চুল নিয়ে খেলছে। চাঁদ চুমো দিচ্ছে কপালে। আর আপনার নীল ড্রেস, আপনি যেনো এক মাধুকরী। অপুর্ব মায়ায় মেশানো আপনার মুখ। কবিতা বলতে ইচ্ছে করছে আপনাকে নিয়ে। যদি অনুমতি দেন।

অনুমতি দেয়া হলো।

নীল কবরী, নীল টিপ

তুমি নীলাঞ্জনা ।

তুমি মাতালে আমায় এ রাতে

সুবাসিত ফুলে

বাসন্তী সুবাসে

আমি মুর্ছিত, আমি ভাষাহীন।

এখনি ভাষাহীন হলে হবে। আরও চার ঘণ্টা বাকি। ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। কোন স্টেশন ?

ময়মনসিংহ মনে হয়! আপনার সিট কোথায় পরেছে?

মনে হয় সারা ঢাকা শহর খুঁজবেন?

তা নয়!

কিন্তু আমি চাচ্ছি ,আপনি শুধু এই ট্রেনের আমার সহযাত্রি হয়ে থাকবেন।কখনো ট্রেনের শব্দ শুনে, স্মৃতির পাতাটা নড়ে উঠে, মনে করিয়ে দেবে আমায়! আমি ভাসবো মানসপটে! কখনো মনে হবে, আমিই সেই প্রেমিকা! যাকে আপনি খুঁজেছিলেন। অথবা আপনার ভাবনার নীল পরী নীলাঞ্জনা! আমিও আপনাকে নায়ক মনে করে, পাশের পুকুরে আনমনে ভাসিয়ে দিবো পাতার ভেলা।ভেলা দুলবে, স্মৃতিও দুলবে। অকারণে হাসবো,ভাসবো। কেমন হবে?

নিঃশ্বাস গাঢ় করে উনি বললেন, তবে তাই হোক!

আমরা দুজন দুই কম্পার্টমেন্টের দিকে গেলাম। অকারণ, নিথর,নিস্তব্ধ, সুক্ষ্ম একটা টান টেনে ধরে চলবে আজীবন স্মৃতির পাতায়।

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ