বোকারাই বুদ্ধিমান

তৌহিদুল ইসলাম ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৬:২৬:২০অপরাহ্ন রম্য ২২ মন্তব্য

আপনি কি ভাবছেন এই দুনিয়ায় আপনিই একমাত্র বোকা? তাহলে শুনুন- ছোটবেলায় আব্বা আমাকে বলতেন হাদারাম বোকা, মা এখনো বলে বোকা, ভাইবোনেরাতো সবসময় বলে বোকা!

নচ্ছার সহপাঠীদের শয়তানির বখরা হতাম আমি বোকা। স্কুলে স্যারেরা বলতো বোকারাম আর কলেজ ইউনিভার্সিটিতে ম্যাডামরা যখন এই 'দুষ্টু বলে' ডাকতো আমি হতাম বোকা!

একটু উনিশ-বিশ হলেই অফিসে বস বলেন বোকা, কিছুদিন আগে নেতার ছোট্ট মেয়েটিও বলে বসলো - আংকেল আপনি কি বোকা!

পাড়ার ছেলেপেলেরা বলে- ভাইয়ে হচ্ছে একটা বোকা! বিশ টাকার ভাড়া আমি ত্রিশ টাকা দিলেই রিক্সাওয়ালা এমনভাবে চায় যেন আমিই দুনিয়ার একমাত্র বোকা!

শ্যালিকারা বিয়ের প্রথম দিনেই পকেট কেটে বলেছিলো দুলাভাই একটা হদ্দ বোকা! শাশুড়ি আম্মার আদুরে ডাক জামাই বোকা। ইদানিং বউও কথায় কথায় বলে-- ধুর বোকা!

আর এদিকে আশেপাশে এত্তগুলা সি সি ক্যামেরা স্থান দিয়ে আমি নিজেই সেজেছি বোকা! বুদ্ধিমান হবো কবে এই ভাবনাতেও এখন নিজেকে লাগছে বোকা!

তবে টেনশন নট ভায়েরা, যারা আমার দলে তাদের স্বাগতম। মনে রাখবেন যুগে যুগে এ পৃথিবীকে বুদ্ধিমান বোকারাই শাসন করেছে।

"Any fool can make a rule" —Henry David Thoreau

★ কুইজ- বলতে পারেন ছবিতে বুদ্ধিমান কত নম্বর ব্যক্তিটি?

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ