বৈপরীত্য ৭

হালিম নজরুল ৮ জুন ২০২১, মঙ্গলবার, ০৯:১৪:২২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

কারো কারো জীবন এমন বৈচিত্র্যময়!
যাদের কোলে বসেই ঘুমায় বৈপরিত্য।
যেমন, তোমার কণ্ঠে কণ্ঠে বাজে বিপ্লবী শ্লোগান,
অথচ নূপুরের ঝংকারে নাচে সবিরোধী কলরব।

তুমি ঘৃণা কর অন্ধকার,
অথচ প্রতীক্ষায় থাক রাত্রি নামার।
কেননা সূর্য হারালেই নেমে আসে–
তারকাখচিত বর্ণিল আকাশ।

তোমার যেমন চাঁদকে সূর্য মনে হয়,
আমারও তেমনি সূর্যকে চাঁদ।

৩৬৬জন ৩০৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ