কারো কারো জীবন এমন বৈচিত্র্যময়!
যাদের কোলে বসেই ঘুমায় বৈপরিত্য।
যেমন, তোমার কণ্ঠে কণ্ঠে বাজে বিপ্লবী শ্লোগান,
অথচ নূপুরের ঝংকারে নাচে সবিরোধী কলরব।
তুমি ঘৃণা কর অন্ধকার,
অথচ প্রতীক্ষায় থাক রাত্রি নামার।
কেননা সূর্য হারালেই নেমে আসে–
তারকাখচিত বর্ণিল আকাশ।
তোমার যেমন চাঁদকে সূর্য মনে হয়,
আমারও তেমনি সূর্যকে চাঁদ।
১৪টি মন্তব্য
বন্যা লিপি
আমি ঘৃণা করি অন্ধকার….
অথচ অপেক্ষা করি রাত্রি নামার…..
এই বৈপিরিত্ত আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে আছে।
এ এক মহাজাগতিক অবশ্যম্ভাবী বৈপরিত্ত।
অল্প চয়নে বাস্তব উপলব্ধি।
অনেক ভালো লাগলো।
হালিম নজরুল
ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
বৈপরীত্য থাকেই।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালোবাসা ভাই।
আরজু মুক্তা
আশাবাদী হই। অন্ধকারের পর তো বর্ণিল আকাশ আবার হবে। আর এভাবে অন্ধকার আর আলোর পার্থক্য। চাঁদের ম্রিয়মাণ কিংবা সূর্যের প্রখরতা বোঝা যায়।
হালিম নজরুল
সবার জন্য আলো আসুক। ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অন্ধকার না থাকলে আলোর প্রয়োজনীয়তা বোঝা যেতো না, দুঃখ না থাকলে সুখের আকুলতা ও বোঝা যেতো না। তাই বৈপরীত্য থাকুক সমান্তরালে। জীবন উপভোগ্য হোক। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিম নজরুল
আপনিও ভাল থাকুন সবসময়
হালিমা আক্তার
বৈপরীত্য আছে বলেই জীবন উপভোগ্য। না হলে একঘেয়েমি জীবন দুর্বিষহ হয়ে যেত। শুভকামনা ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
পড়লেই মনে হয় অল্পতেই শেষ!
এতো শেষ নয়, শুরু মাত্র।
হালিম নজরুল
খুব ইচ্ছে করে এমন ভালোবাসা পেতে।
উর্বশী
কিছু বৈপরীত্য থাকেই,অন্ধকারের পরেই তো আলোর হাসি।আলো আঁধারের এই খেলাঘরে একঘেয়েমি দূর করে জীবনের গতি উপভোগ্যও হতে পারে। সমান্তরাল তরীতে চলা।অনেক ভাল লেগেছে ভাইয়া। ভাল থাকুন শুভ কামনা সব সময়।