
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চিঠি….❤❤
প্রিয়তমা মিলি,
একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেলো, সকালে প্যারেডে যাবার আগে তোমাকে চুমু খেয়ে বের না হলে আমার দিন ভালো যায় না। আজ তোমাকে চুমু খাওয়া হয় নি। আজকের দিনটা কেমন যাবে জানিনা, এই চিঠি যখন তুমি পড়ছো, আমি তখন তোমাদের কাছ থেকে অনেক দূরে। ঠিক কতটা দূরে আমি জানিনা।
মিলি, তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে? কিছুই বুঝে উঠার আগে বিয়েটা হয়ে গেলো। বাসর রাতে তুমি ফুঁপিয়ে ফুঁপিয়ে যখন কাঁদছিলে, আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম। তুমি বাক্সটা খুললে, সাথে সাথে বাক্স থেকে ঝাকে ঝাকে জোনাকি বের হয়ে সারা ঘরময় ছড়িয়ে গেলো। মনে হচ্ছিলো আমাদের ঘরটা একটা আকাশ, আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে! কান্না থামিয়ে তুমি নির্বাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে, “আপনি এত পাগল কেনো!?” মিলি, আমি আসলেই পাগল, নইলে তোমাদের এভাবে রেখে যেতে পারতাম না।
মিলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন প্রিয় কন্যা মাহিনের জন্মের দিনটা। তুমি যন্ত্রনায় কাতরাচ্ছিলে। বাইরে আকাশ ভাঙা বৃষ্টি, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি। অনেক্ষন পরে প্রিয় কন্যার আরাধ্য কান্নার শব্দ। আমার হাতের মুঠোয় প্রিয় কন্যার হাত! এরপর আমাদের সংসারে এলো আরেকটি ছোট্ট পরী তুহিন। মিলি, তুমি কি জানো, আমি যখন আমার প্রিয় কলিজার টুকরো দুই কন্যাকে এক সাথে দোলনায় দোল খেতে দেখি, আমার সমস্ত কষ্ট -সমস্ত যন্ত্রণা উবে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো, আমার কন্যাদের শরীরে আমার শরীরের সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায়? মিলি, আমাকে ক্ষমা করে দিয়ো।
আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে, “বাবা কেন আমাদের ফেলে চলে গেছে?” তুমি তাদের বলবে, “তোমাদের বাবা তোমাদের অন্য এক মা’র টানে চলে গেছে, যে মা’কে তোমরা কখনো দেখো নি। সে মার নাম “বাংলাদেশ”। মিলি, আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারি নি। আমি দেশের জন্য আজকে ছুটে না গেলে আমার মানব জন্মের জন্য সত্যিই কলঙ্ক হবে। আমি তোমাদের যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটিকে। যে দেশের প্রতিটা ধুলিকণা আমার চেনা। আমি জানি, সে দেশের নদীর স্রোত কেমন ? একটি পুঁটি মাছের হৃদপিন্ড কতটা লাল ? ধানক্ষেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায় ?
এই দেশটাকে হানাদাররা গিলে খাবে, এটা আমি কি করে মেনে নিই? আমার মায়ের আঁচল শত্রুরা ছিঁড়ে নেবে, এটা আমি সহ্য করি কিভাবে মিলি?
আমি আবার ফিরবো মিলি। আমাদের স্বাধীনতার পতাকা বুক পকেটে নিয়ে ফিরবো।
আমি, তুমি, মাহিন ও তুহিন, বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই। তোমাদের ছেড়ে যেতে বুকের বামপাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমার মানিব্যাগে আমাদের পরিবারের ছবিটা উজ্জ্বল আছে। বেশি কষ্ট হলে খুলে দেখবো বারবার।
ভালো থেকো মিলি। ফের দেখা হবে। আমার দুই নয়ণের মণিকে অনেক অনেক আদর।
ইতি,
মতিউর।
★ বীরশ্রেষ্ঠদের একজন মতিউর রহমান। তাঁর আবেগময় চিঠি আর তাঁর অবদান, দুটাই আবেগে আপ্লুত করে। মুক্তিযুদ্ধ দেখিনি তবুও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বা কোন স্মৃতিময় ঘটনা পড়লেই চোখে পানি চলে আসে।
১৬টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
হৃদয় বিদারণ কষ্ট বুকে
তাদের কষ্টের জন্য আমরা পেয়েছি স্বাধীন দেশ।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
শুভকামনা রইল সদা
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। নতুন করে চিঠিটি পড়লাম। যতবার পড়ি ততবারই মনটা কেঁদে ওঠে। বীরশ্রেষ্ঠ, লাখো শহীদ আর বীরাঙ্গনাদের জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা ।
আরজু মুক্তা
ধন্যবাদ দিদি
রেজওয়ানা কবির
চিঠিটি পড়ে কেন জানি শরীরটা শিহরিত হয়ে গেল আপু। সত্যি দেশের জন্য তাদের এই ত্যাগ সত্যি অতুলনীয় । জোনাকি পোকার ব্যাপারটি আরও অসাধারণ। অনেক কিছু জানলাম আপু। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা।
আরজু মুক্তা
জোনাকি পোকার ব্যাপারটা অসাধারণ লাগছে আমার কাছে।
ধন্যবাদ আপি
জিসান শা ইকরাম
চিঠিটি আবার পড়ে আবার চোখে পানি চলে এলো,
দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে এমন প্রিয়তমা স্ত্রী, সন্তানদের ছেঁড়ে চলে যেতে পারেন তা আজকাল ভাবাই যায় না।
তাঁর ছিনতাই করা বিমান ভারতের সীমানার মাত্র কয়েক কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়েছিল।
আমাদের জাতির গর্ব এই মহান বীরের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
চিঠি শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভ কামনা।
আরজু মুক্তা
তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ।
ধন্যবাদ অনেক।
আলমগীর সরকার লিটন
লাল স্যালুট জানাই মুত্তা আপু
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে
রোকসানা খন্দকার রুকু
চিঠিটা যতবার পড়ি ভীষন ভালো লাগে।
শুভ কামনা রইলো।😍😍
আরজু মুক্তা
আসলেই অসাধারণ একটি চিঠি
তৌহিদ
এমন চিঠি পড়ে আপ্লুত হতেই হয় বারবার। দেশের জন্য জীবন বলিদানকারী একজন বীরশ্রেষ্ঠ আমাদের গর্ব।
সুন্দর পোষ্ট আপু।
আরজু মুক্তা
তাঁদের আত্মত্যাগ আর আমাদের এই স্বাধীন দেশ।
ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
দেশ মাতৃকার জন্য ত্যাগ সবাই করতে পারে না।
এ চিঠি তাঁর প্রমান। এ অনন্য এক চিঠি।
যেথায় থাকুন ভাল থাকুন এ কথা প্রার্থনা রাখি।
আরজু মুক্তা
সব সাহসী যোদ্ধারা ভালো থাকুন।