
লক্ষ কোটি রক্ত ভিজে আসছে বিজয়!
আনন্দে খেজুর রসে মিষ্টি পিঠাই-
চোখ ছল ছল অশ্রু স্বজল একেমন বল!
ব্যথা চাপা শরীরিলে- তবুও বিজয়
যেনো আইলপাথারের পথটি ধরে
ধানশালিকের হাসিতে- কোকিলের গানতে
বিজয় দেখি সারা বাংলার মিছিলে;
অথচ অম্লান রেখেছে- এ বিজয়ের উল্লাসে
আর দেখতে চাই না স্বপ্নের বুকে হায়হুতাশ-
লাল সবুজের বুকে বেদনার কান্না নাশ-
আগামীদিনগুলো হোক আর সুন্দর-বিজয় এসেছে
এবার বিদ্বেষ থামা- রঙিন স্বপ্ন সাজা
ভয় করে কি আর হবে- জীবন থাকতে
বাজি রেখেছি এ বাংলার পারে- এনেছি বিজয়।
১৭ অগ্রহায়ণ ১৪২৬,০২ ডিসেম্বর ২০
——————————————
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
জীবনের আর কি দাম আছে কবি ভাই।
বিজয় আজ নিরাশা, বিজয় আজ কুয়াশাছন্ন, বিজয় আজ মানুষের অন্তরে না দেয় নাড়া সবাই আজ বিতর্কিত। নিজেকও আজ ভাল রাখতে পারিনা। দুঃখ দুর্দশা আজ আমার মাতৃভুমির, কষ্টে আজ বাংলার আকাশ, বাতাস, মাটি। সবাই আজ শুধুই চাই আর চাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মজিবর দা
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
সুপর্ণা ফাল্গুনী
স্বাধীনতা পেয়েছি তার অর্জন ধরে রাখতে পারলাম কৈ? আজ স্বাধীনতা ডুঁকরে কেঁদে মরে নিভৃতে, নির্জনে। তবুও বিজয়ের মাসে সকল শহীদ, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধাদের জন্য বিনম্র শ্রদ্ধা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
তৌহিদ
বিজয়ের আলোয় উদ্ভাসিত হোক বাঙালি জাতিসত্তা। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
জাহাঙ্গীর আলম অপূর্ব
বহু ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা
যার জন্য বীর বাঙ্গালীর দিয়েছে কত রক্ত
হয়েছে কোল খালি মায়ের শত শত
বহু সাধের
বহু প্রতিক্ষার আমাদের এই বিজয়।
সত্যি খুব সুন্দর লিখেছেন
শুভকামনা রইল
শুভরাত্রি
শুভরাত্রি
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি অপূর্ব দা
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
অসাধারণ লিখেছেন । খুব ভালো লাগলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
জিসান শা ইকরাম
আমাদের বিজয়কে অর্থবহ করে তুলতেই হবে।
বিজয় মাসের শুভেচ্ছা নিন।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় জিসান দা
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন————-
খাদিজাতুল কুবরা
ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের মাহাত্ম্য সবার অন্তরে উদ্ভাসিত হোক
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কুবরা আপু
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন————-
আরজু মুক্তা
বিজয়ের লাল সবুজ শুভেচ্ছা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
আপনাকেউ বিজয় মাসের হাজার গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন————-