বিজয়

আলমগীর সরকার লিটন ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৫:০২:১৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

লক্ষ কোটি রক্ত ভিজে আসছে বিজয়!
আনন্দে খেজুর রসে মিষ্টি পিঠাই-
চোখ ছল ছল অশ্রু স্বজল একেমন বল!
ব্যথা চাপা শরীরিলে- তবুও বিজয়
যেনো আইলপাথারের পথটি ধরে
ধানশালিকের হাসিতে- কোকিলের গানতে
বিজয় দেখি সারা বাংলার মিছিলে;

অথচ অম্লান রেখেছে- এ বিজয়ের উল্লাসে
আর দেখতে চাই না স্বপ্নের বুকে হায়হুতাশ-
লাল সবুজের বুকে বেদনার কান্না নাশ-
আগামীদিনগুলো হোক আর সুন্দর-বিজয় এসেছে
এবার বিদ্বেষ থামা- রঙিন স্বপ্ন সাজা
ভয় করে কি আর হবে- জীবন থাকতে
বাজি রেখেছি এ বাংলার পারে- এনেছি বিজয়।

১৭ অগ্রহায়ণ ১৪২৬,০২ ডিসেম্বর ২০
------------------------------------------

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ