বসন্ত বসন্তে আসে ফি বছর

ছাইরাছ হেলাল ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৯:৩৬:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

নিপুণ-প্রয়োগ আত্মসমর্পণের পদ্ধতি খাটিয়ে
শিমুল/পলাশ বলছে, কড়ে-আঙ্গুল স্পর্শে,
সে আর কোথাও যায়নি/যাচ্ছে না;
এখানে, এই এখানে, অবশ্যই তার শেষ ঠিকানা!

বসন্ত এলেই বসন্ত আসে ফি বছর,
এরপর এভাবেই, সবার বুক কাঁপিয়ে/মাড়িয়ে
দিব্যি হাওয়া, অন্য কোন ঘাটে, অন্য কোন বন্দরে;
এ-ও এক নিঃশর্ত-নান্দনিকতা।

যথারীতি বসন্ত-নাগর অপেক্ষায় আছে,
শিমুল/পলাশ বনের অন্য প্রান্তে,
ফি বছরের মত।

 

ছবি......নেটের

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ