প্রশ্ন মায়ের কাছে

হালিম নজরুল ৭ অক্টোবর ২০২০, বুধবার, ০৭:৫৫:৩২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

মাগো আমার কি অপরাধ তোমায় ভালবেসে?
স্বপ্ন ছিল তোমার ছেলে উঠবে আবার হেসে।

স্বপ্ন ছিল রাখাল-বাঁশি উঠবে গানে মেতে
ঝর্ণা তানে পাখির গানে বিমুগ্ধ কান পেতে
সবুজ মাঠে অবুঝ শিশু উল্লাসে নাচ দেবে
উৎসবে গাছ-জল-নদী-মাছ মুক্তির শ্বাস নেবে।

স্বপ্ন ছিল ভোরের আলো চিনিয়ে দেবে পথ
এক নিমিষে এক করবে একশ হাজার মত
স্বপ্ন ছিল মায়ের আঁচল বিছিয়ে কোটি লোক
ঘুমিয়ে নেবে চুমিয়ে দেবে অনন্ত আলোক।

স্বপ্ন ছিল ফুল-পাখিরা মাতবে কলরবে
জোস্না হেসে পরিরবেশে নৃত্যে মেতে রবে
দু'চোখ মেলে সোনার ছেলে জাগবে অপলক
ঘুচিয়ে দেবে মুছিয়ে দেবে সব হারানোর শোক।

স্বপ্ন ছিল সোনার দেশে সোনার মানুষ পাব
রক্ত-লাশের ঋণ শুধিয়ে ঊর্ধ্বাসনে যাব
পরব ফাঁসি মায়ের হাসি দেখব বলে রোজ
দুঃখবিনে রক্তঋণে মুক্তি করি খোঁজ।

কিন্তু কোথায় মুক্তি আমার কোথায় মায়ের হাসি
লোভের দেশে ক্ষোভের আগুন কষ্ট রাশি রাশি
বোনের শাড়ি রক্তে ভেজা বধুর বুকে তির
মায়ের আঁচল শূন্য খাঁ খাঁ মুক মাটি বধির।

স্বপ্ন আঁকা হৃদয় ছিল স্বপ্ন সোনার দেশে
কি অপরাধ আমার মাগো তোমায় ভালবেসে?

-------------------------0 0-----------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ