মাগো আমার কি অপরাধ তোমায় ভালবেসে?
স্বপ্ন ছিল তোমার ছেলে উঠবে আবার হেসে।
স্বপ্ন ছিল রাখাল-বাঁশি উঠবে গানে মেতে
ঝর্ণা তানে পাখির গানে বিমুগ্ধ কান পেতে
সবুজ মাঠে অবুঝ শিশু উল্লাসে নাচ দেবে
উৎসবে গাছ-জল-নদী-মাছ মুক্তির শ্বাস নেবে।
স্বপ্ন ছিল ভোরের আলো চিনিয়ে দেবে পথ
এক নিমিষে এক করবে একশ হাজার মত
স্বপ্ন ছিল মায়ের আঁচল বিছিয়ে কোটি লোক
ঘুমিয়ে নেবে চুমিয়ে দেবে অনন্ত আলোক।
স্বপ্ন ছিল ফুল-পাখিরা মাতবে কলরবে
জোস্না হেসে পরিরবেশে নৃত্যে মেতে রবে
দু’চোখ মেলে সোনার ছেলে জাগবে অপলক
ঘুচিয়ে দেবে মুছিয়ে দেবে সব হারানোর শোক।
স্বপ্ন ছিল সোনার দেশে সোনার মানুষ পাব
রক্ত-লাশের ঋণ শুধিয়ে ঊর্ধ্বাসনে যাব
পরব ফাঁসি মায়ের হাসি দেখব বলে রোজ
দুঃখবিনে রক্তঋণে মুক্তি করি খোঁজ।
কিন্তু কোথায় মুক্তি আমার কোথায় মায়ের হাসি
লোভের দেশে ক্ষোভের আগুন কষ্ট রাশি রাশি
বোনের শাড়ি রক্তে ভেজা বধুর বুকে তির
মায়ের আঁচল শূন্য খাঁ খাঁ মুক মাটি বধির।
স্বপ্ন আঁকা হৃদয় ছিল স্বপ্ন সোনার দেশে
কি অপরাধ আমার মাগো তোমায় ভালবেসে?
————————-0 0———————–
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এমন করে মায়ের কাছেই প্রশ্ন করা যায়, আমরা তা করিও। কবিতায়।
মা শুনতে পেলেই আমরা বেঁচে যাই/বেঁচে থাকি।
হালিম নজরুল
সবাই চেষ্টা করে দেখি।
ফয়জুল মহী
চমকদার প্রকাশশৈলী শুভ কামনা নিরন্তর।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপায়ন বড়ুয়া
মায়ের কাছে হাজার প্রশ্নের
জবাব পাওয়া ভার
মা জননী তোমার ছেলে
মানুষ করেই ছাড়।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
শুভকামনা রইল দাদা।
সুপর্ণা ফাল্গুনী
মায়ের কাছে হাজার প্রশ্ন ঘুরপাক খায় কোনোটির ই সদুত্তর মেলেনা, মিলছে না। সব যে ওলোটপালোট হয়ে যাচ্ছে অবিরত। চমৎকার কবিতা উপহার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ বুদ্ধির উদয় হোক সবার। একটা সুস্থ সুন্দর রাষ্ট্র উপহার চাই । ভালো থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য। অফুরান শুভকামনা রইল।
শামীম চৌধুরী
মায়ের বন্দনা নিয়ে কবিতাটা খুব উপভোগ করলাম।
হালিম নজরুল
ভালবাসা জানবেন ভাই।
সুরাইয়া পারভীন
কতো শত প্রশ্নের ছড়াছড়ি
শুধু উত্তর জানা নেই কারোরই
মা এখন অপারগ নির্বিকার নিস্তব্ধ
হয়তো তারও নেই জানা উত্তর
হালিম নজরুল
তবুও আমরা ভাল সময়ের প্রতীক্ষায় থাকি।
তৌহিদ
কিছু স্বপ্ন অধরাই রয়ে যায়। দামাল ছেলের চোখের স্বপ্ন এখন বিভীষিকা হয়ে ধরা দিচ্ছে তার নিজের কাছেই।
ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
ভালবাসা রইল ভাই।
মনির হোসেন মমি
কিন্তু কোথায় মুক্তি আমার কোথায় মায়ের হাসি
লোভের দেশে ক্ষোভের আগুন কষ্ট রাশি রাশি
বোনের শাড়ি রক্তে ভেজা বধুর বুকে তির
মায়ের আঁচল শূন্য খাঁ খাঁ মুক মাটি বধির।
ক্রমশতঃ আমরা কেবলি একটি অনিশ্চয়তার জীবনের দিকেই যাচ্ছি।খুব ভাল মানের একটি কবিতা পড়লাম।
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। আমরা ভাল দিনের প্রতীক্ষায় রইলাম।
আরজু মুক্তা
মা তো দুজন। মা আর জন্মভূমি। দুজনেই নির্বিকার।
একজন বিদ্রোহী মা দরকার
হালিম নজরুল
প্রয়োজনে আমরা সবাই বিদ্রোহী হব, তবুও মাকে কলংকিত হতে দেব না।